তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ

নারায়ণগঞ্জে ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, আমার নারায়ণগঞ্জ নামের একটি ফেসবুক পেইজ ও অনিবন্ধিত ওয়েবসাইট ব্যবহার করে শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে টার্গেট করে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করে পরে চাঁদা দাবি করছেন। ভুক্তভোগীদের অভিযোগ, ওই দম্পতি প্রথমে ব্যবসায়ী,

রাজনীতিক কিংবা প্রভাবশালী কারও নামে উক্ত পেইজে বিভ্রান্তিকর ও মানহানিকর পোস্ট করেন। এরপর নিজেরাই ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ করে প্রস্তাব দেন আমরা চাইলে এই পোস্টের বিপরীতে প্রতিবাদ লিখে বিষয়টা মিটিয়ে দিতে পারি। তবে তার জন্য দিতে হবে ১০ হাজার টাকা।

এভাবে নগদ অর্থ হাতিয়ে নেওয়াই তাঁদের মূল কৌশল। কেউ টাকা দিতে অস্বীকার করলে তাঁদের পুলিশি ঝামেলায় জড়ানোর ভয়ও দেখানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফেসবুক পেইজটি কোনো সরকার অনুমোদিত সংবাদমাধ্যম নয়। তারপরও তারা নিজেদের সাংবাদিক পরিচয়ে দীর্ঘদিন ধরে নানা অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। নারায়ণগঞ্জের একাধিক গণমাধ্যম আগে থেকেই এ দম্পতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলেও এখন পর্যন্ত তারা আইনের বাইরে রয়ে গেছে।

শুধু চাঁদাবাজিই নয়, নগরীর বিভিন্ন ফ্ল্যাটে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের টার্গেট করেও অর্থ আদায় করে থাকে তারা। এভাবে অনেক জায়গা থেকেই তারা নিয়মিত মাসোহারা তোলে বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, প্রশান্ত একসময় ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন এবং মহানগর ছাত্রলীগের সভাপতি মাহাদী হাসান সম্রাটের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে, পরিচিত ছিলেন। যদিও তাঁর কোনো পদবী ছিল না, প্রভাব ছিল যথেষ্ট।

শহরের বাসিন্দাদের দাবি, প্রশান্ত ও জান্নাত উভয়েই মাদকাসক্ত। তারা নগরীর বিভিন্ন মাদক স্পট থেকেও মাসোহারা আদায় করে থাকে। মাদক কাম ব্যবসায়ীরা টাকা না দিলে তাঁদের নাম-ছবি ফেসবুক পেইজে প্রকাশ করে দেওয়ার হুমকি দেন তারা।

এই দম্পতির কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছে নগরবাসী। সাধারণ মানুষসহ ব্যবসায়ী মহল মনে করছেন, ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির মতো কর্মকাণ্ড বন্ধে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

এই বিষয়ে প্রশান্ত জান্নাত দম্পতিকে একাধিকবার কল করেও তাঁদের সাথে যোগাযোগ করা যায়নি তাই এই বিষয়ে তাঁদের কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সূত্র: দৈনিক সোজাসাপটা।

Related Articles

Back to top button