তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ওয়ান ফুড ফ্যাক্টরী’ নামের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ভেজাল পণ্য জব্দ সহ ২জন আটক

খবর নারায়ণগঞ্জ.কম:

বন্দরে ‘ওয়ান ফুড ফ্যাক্টরী’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ভেজাল পণ্য জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)। অভিযানে পুলিশ কারখানা থেকে ৩ জনকে গ্রেপ্তার করে।

তবে এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পে ডিবিয়ে কারখানার দুই মালিক শাহারিয়া হোসেন সজীব ও মো. দেলোয়ার হোসেন পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যান। গ্রেপ্তাররা হলেন হলেন শহিদুল ইসলাম (২৪),রাহাত হোসেন(২৪),ফজলুর রহমান (৩৩)।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বেলা ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. তরিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে মো. তরিকুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (১২ এপ্রিল) রাত্র আনুমান সাড়ে ১০টার দিকে বন্দর থানার কাজীপাড়ায় ওয়ান ফুড অভিযান চালিয়ে আসামি সহিদুল ইসলাম, রাহাত,ও ফজলুরকে বিভিন্ন ভেজাল পণ্য সহ্য গ্রেপ্তার করা হয়।

এসময়  ২০০মিঃলিঃ ওজনের ১৪৪০ পিছ ‘ওয়ান শাহী লাচ্ছি’, ৬ পিছ ‘ওয়ান প্লাস বডি লোশন’ ও ১৮ পিছ ‘ওয়ান ফ্রুটো’ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মুল্য প্রায় ৬ লাখ টাকা। এছড়াও কোম্পানির অনুমোদনের ক্ষেত্রে যে ধরনের বিএসটিআই এর অনুমোদনের প্রয়োজন হয় তা এই ফ্যাক্টরির নেই।

দেশি-বিদেশি বিভিন্ন ব্যান্ড পণ্যের  নাম ব্যবহার করে ভেজাল প্রসাধনী পন্যের গায়ে স্টিকার লেবেল লাগিয়ে খাদ্য সামগ্রী ও প্রসাধনী ক্রিম, বডি লোশন, তেল, হেয়ার স্প্রে, জেল ও ফেস প্যাক দেশে বিভিন্ন স্থানে বিক্রি করে থাকে। তাদের বিষয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

Related Articles

Back to top button