তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

কাশীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম: কাশীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায় সাবেক সম্রাট সিনেমা হল সংলগ্ন মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিগত দিনের আন্দোলন সংগ্রামে আমরা রাজপথে অগ্রনী ভূমিকা পালন করেছি। বিগত দিনগুলোতে যারা রাজপথে ছিলো তাদের মুখ দেখলেই আমরা চিনতে পারি। আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা ছিলো তাদেরকে নিয়েই আমরা কমিটি গঠন করবো। এখানে কোনপ্রকার সন্ত্রাসী, মাদকের সাথে সম্পৃক্ত, চাঁদাবাজদের স্থান হবেনা। যারা আগামীতে কমিটিকে তুখোড় নেতৃত্বের মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তাদেরকেই কমিটিতিে স্থান দেয়া হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, কাশীপুর ইউনিয়ন বিএনপির অব্যহতি প্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম রতন, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম সহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button