জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেরপুরে স্বপ্নসারথিদের নিয়ে গ্র্যাজুয়েশন অনুষ্ঠান সম্পন্ন

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি :
পার করেছি আঠারো, পেরিয়ে যাবো পাহাড়ও” এই শ্লোগানকে ধারন করে শেরপুর ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ে রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শেরপুর সদর উপজেলার স্বপ্নসারথিদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান।
শেরপুর ব্র্যাক জেলা সমন্বয়ক ফারহানা মিল্কির সভাপতিত্বে
উক্ত অনুষ্ঠানে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. লুৎফুল কবীর, রিজিওনাল ম্যানেজার ব্র্যাক প্রগতি মো. জাকির হোসেন, অফিসার সেলপ মো. মিজানুর রহমান, কমিউনিটি অর্গানাইজার সেলপ হাসি আক্তার।
অনুষ্ঠানে শেরপুর সদর উপজেলার ১০ টি স্বপ্নসারথি দলের ২৮ জন ১৮ বছর পুর্ণ করা কিশোরীদের সনদপত্র, ফুল ও মগ তুলে দেওয়া হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা স্বপ্ন দেখেছি বড় হওয়ার এখন আমরা তা বাস্তবায়ন করবো। তোমরা এখন বাল্যবিয়ে মুক্ত, তোমাদের অন্যদের বাল্যবিয়ে মুক্ত করতে এগিয়ে আসতে হবে।
কিশোরীদের মধ্য থেকে নিজেদের অনুভূতি ব্যক্ত করে আইরিন আক্তার ও নাসরিন আক্তার বক্তব্য রাখেন।

Related Articles

Back to top button