তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

জনগণের ভোটের মূল্য দিতে ও ফ্যাসিস্টমুক্ত দেশ গড়তে পির আর-এর বিকল্প নাই – মাসুম বিল্লাহ

প্রেস বিজ্ঞপ্তি :
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, বর্তমানে প্রচলিত পদ্ধতি  FPTP (First‑Past-The-Post)-তে সকলের ভোটের মূল্যায়ন করা হয় না। কিন্তু পি আর পদ্ধতিতে সকলের ভোটের যথাযথ মূল্য দেয়া হয়। সংখ্যানুপাতিক পদ্ধতিতে সকলের ভোট কাউন্ট হয় এবং সে অনুযায়ী উক্ত দল তাদের প্রতিনিধি সংসদে পাঠায়। কাজেই পির আর পদ্ধতিতে জনগণের ভোট মূল্যায়িত হয়। এককভাবে সকল ক্ষমতা প্রয়োগ করতে না পারার কারণে ফ্যাসিস্ট তৈরি হওয়ার রাস্তা বন্ধ থাকে।
আজ বিকাল ৫টায়  ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানার উদ্যোগে এক নির্বাচনী পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন, নগর সহ-সভাপতি মুহা. নুর হোসেন, বন্দর থানার সেক্রেটারি মুহা. রফিকুল ইসলাম, ছাত্র আন্দোলন নগর সহ-সভাপতি মুহা. জাহিদুল ইসলাম প্রমুখ।
তিনি আরও বলেন, আমরা চাই আগামী নির্বাচনে একটি সুন্দর লেভেল প্লেইং ফিল্ড বজায় থাকুক। ক্ষতার অপব্যাবহার যেন কেউ করতে না পারে সে ব্যাপারে প্রশাসনের কার্যকরী ভূমিকা রাখার জন্য আমরা দাবি জানাচ্ছি।

Related Articles

Back to top button