তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

কুমারী পূজায় প্রাইম বাবুলের পক্ষে বোতলজাত ঠান্ডা পানি বিতরন করেন সোহেল

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জে শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে শঙ্খ, ঘণ্টা আর উলু ধ্বনির মধ্য দিয়ে ধর্মীয়রীতি অনুসরণ করে দুর্গা দেবীকে কুমারী রূপে অর্ঘ্য প্রদান করা হয়।

মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর সকালে শহরের রামকৃষ্ণ মিশন আশ্রমে অনুষ্ঠিত হয় এ পূজা।
জেলার বিভিন্ন স্থান থেকে আগত নারী-পুরুষ ও শিশুরা পূজায় অংশ নেয় এতে। প্রচন্ড গরম থাকায় প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুলের পক্ষ থেকে রামকৃষ্ণ মিশন আশ্রমের বাহিরে পাঁচ হাজার বোতলজাত পানি বিতরন করেন প্রাইম ওয়াসিন প্রাল্ট এর ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ সোহেল।

এছাড়াও ভির এরাতে তিনি মাইকে ঘোষণা দিয়ে মিশনের রাস্তা স্বচল রাখেন। এসময় তিনি বলেন, আমার বড় ভাই আবু জাফর আহমেদ বাবুল জানেন এই রামকৃষ্ণ মিশন আশ্রমের পূজা কমিটির একজন মেম্বার ছিলেন। তিনি পূজা উপলক্ষে হিন্দু ভাই বোনদের তৃষ্ণা মিটানোর জন্য আমার বড় ভাই আমাকে দায়িত্ব দিয়েছেন কোন রকম জাতে বিশৃঙ্খলা না হয়। এই গরমে যাতে তৃষ্ণা মিঠে এবংকেউ যাতে অসুস্থ না হয়ে পড়ে। এদিকে খেয়াল রাখার জন্য।

Related Articles

Back to top button