আড়াইহাজারে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে নিহত ইউপি সদস্য

আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে নিহত হয়েছেন সোহেল মিয়া (৩৫) নামে এক ইউপি সদস্য। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহেল ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এবং স্থানীয় মকবুল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বালিয়াপাড়ার সায়েম মিয়া নতুন করে আটটি দোকানঘর নির্মাণ করছিলেন। সোহেল প্রত্যেক দোকানের জন্য এক লাখ টাকা চাঁদা দাবি করে। এর আগেও ৭ সেপ্টেম্বর একই দাবিতে গেলে এলাকাবাসী তাকে ধাওয়া দিয়ে তাড়িয়ে দেয়। সোমবার সকালে সোহেল তার সহযোগীদের নিয়ে আবারও চাঁদা আদায়ের উদ্দেশ্যে সেখানে যায়। সায়েম টাকা দিতে অস্বীকৃতি জানালে সোহেল কোমর থেকে আগ্নেয়াস্ত্র বের করে।
এ দৃশ্য দেখে স্থানীয় কয়েকজন নারী মসজিদের ইমামকে জানান। পরে ইমাম মসজিদের মাইক ব্যবহার করে বিষয়টি প্রচার করলে আশপাশের ছয়-সাতশ’ লোক ঘটনাস্থলে জড়ো হয়ে সোহেলকে ঘেরাও করে গণপিটুনি দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। তবে তার সঙ্গে আসা সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠিয়েছে। সোহেল ও তার সহযোগীদের বিরুদ্ধে আড়াইহাজারসহ বিভিন্ন থানায় মাদক ও সংঘর্ষের একাধিক মামলা রয়েছে। তিনি বেশ কয়েকবার গ্রেপ্তার হয়ে কারাগারেও গিয়েছিলেন, তবে বের হয়ে আবারও মাদক কারবারে জড়িয়ে পড়েন।”
স্থানীয়রা জানান, ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর সোহেল এলাকায় প্রভাব বিস্তারের জন্য বেপরোয়া হয়ে ওঠেন। তিনি মাদক সেবন ও ব্যবসায় জড়িয়ে পড়েন এবং প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করতেন। পুলিশের তালিকাভুক্ত এই মাদক কারবারি রাজনৈতিক সুবিধা নিয়েও সক্রিয় ছিলেন।