জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগসম্পাদকের পছন্দ

শেরপুরের ঝিনাইগাতীতে সীমান্তে বন্যহাতির মৃতদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধি :
শেরপুর জেলার ঝিনাইগাতী সীমান্ত এলাকা থেকে একটি বন্যহাতির মৃতদেহ উদ্ধার করেছে বনবিভাগ। ১৯ ফেব্রুয়ারি শনিবার সকালে উপজেলার কাংশা ইউনিয়নের গজনী আঠার ঝুড়া নামকস্থান থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃত মাদি হাতিটির বয়স আনুমানিক ১০ বছর।
উপজেলার রাংটিয়া ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ জানান, ১৮ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় তারা জানতে পারেন আঠার ঝুড়ায় একটি বন্যহাতির মৃতদেহ পরে আছে। এলাকাটি গভীর অরণ্য হওয়ায় রাতে খুজ-খবর নেয়া সম্ভব হয়নি।
শনিবার সকাল ১০ টায় বনবিভাগের বালিজুরি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দের নেতৃত্বে বন কর্মচারীরা হাতির মৃতদেহটি উদ্ধার করে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জয়নাল আবেদীন, শেরপুরের সহকারী বন সংরক্ষক আবু ইউসুফ ও থানার পুলিশ উপ পরিদর্শক মোঃ হাবিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাগন ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরে প্রানীসম্পদ অধিদপ্তরের মাধ্যমে ময়না তদন্তের পর মরদেহটি মাটি চাপা দেয়া হয়।উপজেলা প্রানিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন জানান, মৃত হাতিটির দেহে কোন আঘাতের চিহ্ন নেই। আমার ধারনা খাদ্যে বিষক্রিয়ার কারনে হাতিটির মৃত্যু হয়েছে।

Related Articles

Back to top button