তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

৮ ঘন্টা সড়ক অবরোধের পর পুলিশ সুপারের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করলো ট্রাক শ্রমিকরা

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জে ট্রাক শ্রমিক নেতা গ্রেফতারের প্রতিবাদে ট্রাক ড্রাইভার মালিক সমিতির অবরোধ প্রত্যাহার করেছে শ্রমিকরা। গত ৫ই ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ৩টায় শহরের মন্ডল্পাড়ায় অবরোধকৃত সড়ক ছেড়ে দেয় শ্রমিকরা। একই সাথে সড়কে এলোপাতাড়িভাবে ফেলে রাখা ট্রাক সরিয়ে নেন তারা। সকাল ৮টা থেকে এ অবরোধ শুরু করে তারা।

জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার শ্রমিকদের গ্রেফতারকৃতের ব্যাপারে সুষ্ঠু তদন্ত করা এবং যদি সে নির্দোষ হয় তাহলে তাকে বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা না নেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক ছেড়ে দেন।

এর আগে সকাল থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র হত্যা মামলায় ট্রাক মালিক সমিতির সদস্য সচিব শামীমকে গ্রেফতারের প্রতিবাদে সড়কে ট্রাক ফেলে সড়ক অবরোধ করেন ট্রাক ড্রাইভার মালিক সমিতির নেতাকর্মীরা। এবং মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিলও করেন। এবং ভুয়া মামলায় শ্রমিক নেতা শামীমকে গ্রেফতার করার প্রতিবাদে এবং টিপুর নির্দেশে এ গ্রেফতার ও মামলায় তার নাম আসে বলে অভিযোগ করেন উপস্থিত শ্রমিকরা।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির জানান, পুলিশ সুপার তাদেরকে এ ঘটনায় সুষ্ঠু তদন্তের আশ্বাস এবং অভিযুক্ত নির্দোষ হলে তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা না গ্রহণের আশ্বাস দেন। এরপর শ্রমিকরা সড়ক ছেড়ে দেন। ইতোমধ্যে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে ৪ ডিসেম্বর বুধবার দিবাগত রাতে শামীমকে হত্যা মামলা গ্রেফতার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় একটি হত্যা মামলায় শামীম নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

Related Articles

Back to top button