তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বিএনপির গনসমাবেশে যোগদান ও সফল করতে জনগনের মাঝে লিফলেট বিতরণ

খবর নারায়ণগঞ্জ. কম :
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড, সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড, আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়। সোমবার (৫ ডিসেম্বর) সকালে আদালত চত্তরে তারা এ কর্মসূচি পালন করে।
আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গনসমাবেশে যোগদান ও সফল করতে জনগণ কে আহ্ববান জানান।
লিফলেট বিতরণ কালে উপস্হিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক এড, সরকার হুমায়ুন কবির, আহবায়ক কমিটির সদস্য ডাঃ মজিবুর রহমান, আইনজীবী ফোরামের সহ সভাপতি এড, আজিজুল হক হান্টু, যুগ্ন সাধারণ সম্পাদক এ এইচ আনোয়ার প্রধান, সাংগঠনিক সম্পাদক এড, এ কে এম ওমর ফারুক *-য়ন, এড, কে এম সুমন , আসমা হেলেন বিথি, মাকিদ মোস্তাকিম শিপলু  সহ প্রমূখ।

Related Articles

Back to top button