খেলাধুলাজাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগসম্পাদকের পছন্দ

শেরপুরে রোলার স্কেটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি :

মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শেরপুরে  রোলার স্কেটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তৃণমুল পর্যায়ে রোলার স্কেটিংকে জনপ্রিয় করতে শেরপুরে এই প্রথমবারের মতো উপস্থিত ছিলেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের কর্মকর্তারা।

শেরপুর স্কেটিং ক্লাবের আয়োজনে (২৭ মার্চ) রোববার বিকেলে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের ইনডোরে এ রোলার স্কেটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের সার্বিক

সহযোগিতায় এতে ৪টি পৃথক গ্রুপে ২৪ জন শিশু-কিশোর-তরুণ স্কেটার অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার এবং সনদপত্র বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের উপদেষ্টা ও সাবেক সচিব সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) চেয়ারম্যান আব্দুস সামাদ। তিনি বলেন, রোলার স্কেটিং  তৃণমুল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের মহাসচিব আহমেদ আসিফুল হাসান।  বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সদস্য কামরুন্নেসা আশরাফ দিনা, শেরপুর পৗরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

এসময় ফেডারেশনের নেতৃবৃন্দ রোলার স্কেটিং ও রোপ স্কিপিংকে সারাদেশে ছড়িয়ে দেওয়ার কথা জানান। এরই অংশ হিসেবে শেরপুরে এ আয়োজন বলেও উল্লেখ করেন। শেরপুরে রোলার স্কেটিং চর্চা অব্যাহত রাখতে ফেডারেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয় এবং ফেডারেশনের সদস্য কামরুন্নেসা আশরাফ দিনা শেরপুর স্কেটিং ক্লাবকে নগদ ১০ হাজার টাকা উপহার প্রদান করেন।

জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ বলেন, জেলার ক্রীড়াঙ্গণকে সচল রাখতে আমরা বছরব্যাপী ক্রীড়াসূচি ও অনুশীলনের ব্যবস্থা করেছি। দরিদ্র-অসহায় খেলোয়াড়দের মাঠে এসে অনুশীলনের জন্য সাইকেলের ব্যবস্থা করেছি। আমরা চাই শেরপুরের খেলোয়াড়রা জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে সুনাম বয়ে আনবে। সেভাবেই আমরা পরিকল্পনা করে এগিয়ে যাচ্ছি। এখানে স্কেটিংয়ের উন্নয়নেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এজন্য তিনি ফেডারেশনের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সেখানে শেরপুর স্কেটিং ক্লাবের সভাপতি মোঃ সানোয়ার হোসেন,শেরপুর প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমান, জেলা সমাজসেবা কর্মকর্তা এটিএম আমিনুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য হাকিম বাবুল সহ স্থানীয় সুধীবৃন্দ এবং ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button