জেলা প্রশাসনের উদ্যোগে শহরের ব্যানার ফেস্টুন, সাইনবোর্ড,প্ল্যাকার্ড অপসারণ

খবর নারায়ণগঞ্জ.কম: জেলা প্রশাসনের “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির অংশ হিসেবে চাষাঢ়া মোড়, নবাব সিরাজউদ্দৌলা রোড, বরফকল, ডন চেম্বার,খানপুর ও মিশনপাড়া এলাকা সম্পূর্ণরূপে ব্যানার,ফেস্টুন ও সাইনবোর্ড মুক্ত করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ) জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহিদ ও শাহরিয়ার পারভেজের নেতৃত্বে পরিচালিত অভিযা পরিচালনা করা হয়।
এছাড়া চাষাঢ়া মোড় থেকে ডাকবাংলো হয়ে রূপায়ন পর্যন্ত সম্পূর্ণরূপে ব্যানার ফেস্টুন, সাইনবোর্ড মুক্ত করা হয়েছে। জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তারিফ আল তাওহিদ ও শাহরিয়ার পারভেজের নেতৃত্বে পরিচালিত অভিযানে আজ প্রায় ৪ ট্রাক ব্যানার, ফেস্টুন, এবং প্ল্যাকার্ড অপসারণ করা হয়। নারায়ণগঞ্জ শহরকে একটি পরিচ্ছন্ন, দৃষ্টিনন্দন ও গ্রিন সিটিতে রুপান্তরে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ অঙ্গীকারবদ্ধ।