তাজা খবরথানার সংবাদশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসোনারগাঁ থানা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মালবাহী লরির ধাক্কায় ইউনিভার্সিটির শিক্ষার্থীর মৃত্যু

মোঃ নুর নবী জনিঃ-ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের আষাঢ়িয়ার চর ব্রীজের ওপর মালবাহী লরির ধাক্কায় তানভীর হাসান মজুমদার (২৫) নামের এক মোটরসাইকেল আরোহীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এসময় তার সঙ্গে থাকা বন্ধু ফয়সাল মিয়া আহত হন। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ। নিহত শিক্ষার্থী কুমিল্লার কোতোয়ালি থানার  জাকির হোসেনের ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, আমেরিকান ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর অনার্স ৫ম সেমিস্টারের ছাত্র তানভীর হাসান মজুমদার ও ফয়সাল মিয়া মোটরসাইকেল যোগে ঢাকা হতে কুমিল্লার কোতোয়ালি থানায় নিজ গ্রামের যাচ্ছিল। পথে আষাঢ়িয়াচর এলাকায় ব্রীজের ওপর দ্রুত গতির একটি মালবাহী লরি তাদের বহনকারী মোটর সাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলে তানভীর হাসান মজুমদার মারা যান। সঙ্গে থাকা বন্ধু ফয়সাল মিয়া গুরুতর আহত হন। আহত ফয়সাল মিয়াকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, নিজ গ্রামে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনার শিকার  হন দুই শিক্ষার্থী । ঘটনাস্থলেই তানভির হাসান নামে একজনের  মৃত্যু হয়। তারা আমেরিকান ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউভি) অনার্স ৫ম সেমিস্টারের ছাত্র। মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button