তাজা খবরথানার সংবাদদুর্ভোগনারায়ানগঞ্জ সদর থানাফতুল্লা থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

স্বপ্নের বাবুরাইল খাল খননের পর এবার কাশীপুরের খাল খনন শুরু।। স্ত‌স্তি মিলবে কয়েক হাজার প‌রিবারের

খবর নারায়ণগঞ্জ.কম: স্ব‌প্নের বাবুরাইল খাল খননের পর  এবার দীর্ঘ দি‌নের জলাবদ্ধতা নিরশন ও খাল পূর্ণ উদ্ধা‌রের কাজ শুরু ক‌রে‌ছে নারায়ণগঞ্জ সি‌টি ক‌র্পো‌রেশন।

বৃহস্প‌তিবার (১০ আগস্ট) কাশীপুর ইউ‌নিয়নের দেও‌ভোগ ভোলাইল সংযুক্ত রাস্তায় খাল খন‌নের কাজ প‌রিদর্শন ক‌রেন নারায়ণগঞ্জ সি‌টি ক‌র্পো‌রেশ‌নের ১৪ নং ওয়ার্ড কাউ‌ন্সিলর ম‌নিরুজ্জামান ম‌নির, কাশীপুর ৭নং ওয়ার্ড মেম্বার শামীম আহ‌ম্মেদ।

এসময় কাজ প‌রিদর্শ‌নে এ‌সে কাউ‌ন্সিলর ম‌নিরুজ্জামান ম‌নির ব‌লেন, আমা‌দের নারায়ণগঞ্জ সি‌টি ক‌র্পো‌রেশ‌নের মেয়র ডা.সে‌লিনা হায়াত আভীর নি‌র্দে‌শে আমরা কাশীপু‌রে খাল খনন কর‌ছি। আপনারা জা‌নেন ভোয়া‌লিয়া এলাকা সহ বি‌ভিন্ন স্থান থে‌কে এ কাশীপু‌রের খ‌াল দি‌য়ে পানি বের হয়। দীর্ঘ দিন যাবত এ খাল খন‌নের কাজ চলমান র‌য়ে‌ছে। প্রায় ৩ হাজার ফিট এই আউট‌লেট খ‌াল খনন জুন মা‌সের ২২ তা‌রি‌খে শুরু হ‌য়ে‌ছে। স্ব‌স্তি মেল‌বে ক‌য়েক হাজার প‌রিবারে। আপনারা দে‌খে‌ছেন খাল খন‌নের ক্ষে‌ত্রে আমা‌দের অসু‌বিধায় পর‌তে হ‌চ্ছে। কারন সরু জায়গায় বেকু দি‌য়ে কাজ কর‌তে পা‌রছিনা বেকু ডুক‌তে পার‌ছে না। তাই হা‌তের সাহা‌য্যে কাজ কর‌তে হ‌চ্ছে বিধায় সময় লাগ‌ছে। এখাল উদ্ধার হ‌লে না‌সিক ১৪ নং ওয়ার্ড ও কা‌শীপুরের কিছু ওয়ার্ড সংযুক্ত থাকায় উভয় প‌ক্ষের সু‌বিধা হ‌বে। এবং লোকজন সহ‌জেই লেক পার দি‌য়ে হাটা চলা কর‌তে পার‌বে। আমা‌দের কাজ চলমান র‌য়ে‌ছে।

Related Articles

Back to top button