তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নগরী যানজটমুক্ত রাখতে স্বেচ্ছাসেবক নিয়োগ, কঠোর অবস্থানে প্রশাসন

খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ শহরকে যানজটমুক্ত রাখতে বর্তমান জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা নানা ধরনের পদক্ষেপ গ্রহন করেছেন। এজন্য তিনি বিকেএমইএ, চেম্বার অব কমার্স সহ নারায়ণগঞ্জের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।
নগরীকে যানজটমুক্ত রাখতে শহরের প্রতিটি পয়েন্টে স্বেচ্ছাসেবক নিয়োগ দেয়া হয়েছে যাতে করে নগরীতে অটোরিক্সার অবৈধ অনুপ্রবেশ বন্ধ করা যায়। শহরের প্রধান সড়কে অটোচালকদের যত্রতত্র অবৈধ পার্কিংয়ের ফলে যান চলাচলে বিঘ্ন ঘটে সৃষ্টি হয় জ্যামের। নগরীতে প্রবেশের পথগুলোতে অটোরিক্সা ঘুরিয়ে দেয়া হচ্ছে এবং তাদেরকে শহরে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নগরবাসীকে দীর্ঘ যানজটের কবলে পড়ে ঘন্টার পর ঘন্টা দূর্ভোগ পোহাতে হয়।
এ বিষয়ে জানতে চাইলে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) করিম জানান, সড়কে যানজটের কবলে পড়ে নগরবাসীকে যেন দূর্ভোগ পোহাতে না হয় সেজন্য আমরা জ্যামের কবল থেকে নগরবাসীকে রক্ষার জন্য ট্রাফিক পুলিশ ছাড়াও স্বেচ্ছাসেবকরা কাজ করছে। সকলের সম্মিলিত প্রচেস্টার মাধ্যমেই এ সমস্যা উত্তরণ সম্ভব।
শহরের প্রধান সড়কগুলোতে ব্যাটারীচালিত অটোরিক্সার নিয়ন্ত্রনহীন অবাধ চলাচলের কারনে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট। ব্যাটারিচালিত অটোরিক্সা কিংবা ইজিবাইক চালানোর জন্যে খুব বেশী প্রশিক্ষণের প্রয়োজনও হয় না বলে খুব কিশোর কিংবা তরুণ বেকার ছেলেরা রাস্তায় নেমে পরছে এসকল যানবাহন নিয়ে। অপরদিকে এসব যানবাহনের ব্যাপারে এখনো পর্যন্ত কোন নীতিমালা তৈরি হয় নি, যারফলে বাহণগুলোর অনিয়ন্ত্রিত গতি আর বেপরোয়া চালকদের জন্যে প্রায় সময় ঘটছে দূর্ঘটনা। হয়তো হঠাৎ বিদ্যুৎ সংকট বেড়ে যাবার কারণটাও এই বিদ্যুৎচালিত বাহণগুলো। তাই নগরীকে যানজটমুক্ত রাখতে অটোরিক্সা নিয়ন্ত্রনে প্রশাসনের পাশাপাশি সকল নাগরিকদের এগিয়ে আসতে হবে।

Related Articles

Back to top button