অর্থনীতিতাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস এসোসিয়েশনের নির্বাচনে বিজয়ী হলেন যারা

খবর নারায়ণগঞ্জ.কম: বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস এসোসিয়েশনের ২০২৫-২৭ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৪ মে) ইয়ার্ন মার্চেন্টস এসোসিয়েশনের এসোসিয়েট গ্রুপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ভোট গ্রহণ ও গননার পর এসোসিয়েট গ্রুপের ৮ জন প্রার্থীয় মধ্যে মোঃ মজিবুর রহমান, ফয়সাল আহাম্মাদ (দোলন), মোহাম্মদ মুসা, মোহাম্মাদ জাহিদ হাসান, মোঃ মাহফুজুর রহমান খান (মাহফুজ) এবং জীবন সাহাকে প্রাথমিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

এর আগে সাধারণ গ্রুপের ১৬ জন প্রার্থীর মধ্যে একজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে। এতে বানিজ্য সংগঠন বিধিমালা ১৯৯৪ এর ১৭ অনুচ্ছেদ অনুযায়ী অবশিষ্ট ১৫ জনকে নির্বাচিত ঘোষণা করা হয়। এ গ্রুপের ১৫ জন নির্বাচিত সদস্যগণ হলেন, এম, সোলায়মান, মোস্তফা এমরানুল হক মুন্না, সঞ্জীত রায়, আলহাজ্ব মোঃ মজিবুর রহমান, মোঃ সিরাজুল হক হাওলাদার সিরাজ, মোঃ আকবর হোসেন, মোহাম্মদ আকরাম, শ্রী গৌতম সাহা, মোঃ তাইজু উদ্দিন আহমেদ, মোঃ জোবায়ের আলম ঝলক, মোঃ সাইদুর রহমান, আব্দুল্লাহ আল হোসেন বাপ্পি, মাজহারুল ইসলাম, মোঃ মাহমুদুল হোসেন লিংকন এবং মোঃ বিল্লাল হোসেন।

এ নির্বাচন বোর্ডে চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন শ্রী প্রবীর কুমার সাহা। সদস্যরা হলেন ব্যারিস্টার মেহেদী হাসান ও মোঃ হাবিব ইব্রাহিম। আপিল বোর্ডে চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন মুহাম্মাদ আইউব। এ বোর্ডের সদস্যরা হলেন আলহাজ্ব নিছার উদ্দিন কামাল ও মোঃ মকবুল হোসেন।

Related Articles

Back to top button