তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

সন্ত্রাসী-চাঁদাবাজি করলে আমরা প্রতিহত করতে প্রস্তুত – বদিউজ্জামান বদু

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জে সন্ত্রাস ও চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে লাঠি মিছিল করেছেন হোসিয়ারি পল্লীর ব্যবসায়ীরা। গতকাল শনিবার দুপুরে শহরের নয়ামাটি, করিম মার্কেট ও গুলশান হল এলাকায় লাঠি হাতে ও বাঁশি বাজিয়ে মিছিল করেন তারা। পরে পথসভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। এ সময় বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু বলেন, আমরা চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে ব্যবসায়ীদের একত্রিত করে মিছিল করেছি। কিছু দুষ্কৃতকারী, চাঁদাবাজ মার্কেটে এসে মালিকদের কাছে জোর করে চাঁদা দাবি করে। আমরা আইনকে শ্রদ্ধা করি। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এই চাঁদাবাজদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নিচ্ছে না। তিনি আরও বলেন, আমরা লাঠি মিছিল করে বুঝিয়ে দিলাম আমরাও চাঁদাবাজদের প্রতিহত করতে পারি। কিন্তু আমরা আইন হাতে তুলে নিলাম না। শুধু সন্ত্রাসীদের বুঝিয়ে দিলাম সন্ত্রাসী-চাঁদাবাজি করলে আমরা প্রতিহত করতে প্রস্তুত। প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বদিউজ্জামান বদু বলেন, নয়ামাটি ও করিম সুপার মার্কেট এলাকা হোসিয়ারি ব্যবসায়ীদের এলাকা। এখানে প্রতিদিন কোটি টাকার পণ্য কেনাবেচা হয়। এখানেই হোসিয়ারি মালিকদের কাছ থেকে চাঁদাবাজির ঘটনা বেশি ঘটে। প্রশাসনকে এগুলো গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ থাকবে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ বলেন, নারায়ণগঞ্জে বড় কোনো সন্ত্রাসী ঘুরে বেড়াচ্ছে এমন কোনো ঘটনার প্রমাণ পাওয়া যাবে না। ছোটখাটো কিছু চুরি-ছিনতাই হয়ে থাকতে পারে। এদের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান চালিয়ে আইনের আওতায় আনা হচ্ছে। উনারা লাঠি মিছিল করলেও তাদের অভিযোগ সুস্পষ্ট নয়। সুস্পষ্ট কারও বিষয়ে অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেবো।

Related Articles

Back to top button