মুক্তি পেলেন জাকির খান, ফুল দিয়ে বরণ করলেন নেতাকর্মীরা

খবর নারায়ণগঞ্জ.কম :
৩৩টি মামলার মধ্যে ৩২টিতে খালাস পেয়ে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান জামিনে কারামুক্ত হয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী রবিউল ইসলাম।
রবিবার (১৩ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্ত হয়ে বের হলে ফুলের মালা দিয়ে জাকির খানকে বরণ করেন নেতাকর্মীরা।
মুক্তি পেয়ে জাকির খান বলেন, তারেক জিয়ার ৩১ দফা দাবি বাস্তবায়নে আজকের এই দিনে আমরা ঐক্যবদ্ধ হয়ে ওয়াদা করছি যে, আমরা ৩১ দফা বাস্তবায়ন করবই করব। আর ফিলিস্তিনে যে ঘটনা হচ্ছে, আমরা সবাই মিলে যদি এটার প্রতিবাদ না করি তাহলে আমরা আর মুসলমানের কাতারে রইলাম না। আমার শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানিয়ে দেই তাহলেও নারায়ণগঞ্জবাসীর ঋণ কখনো শোধ করতে পারবনা। আমরা রাজনৈতিকভাবে যেভাবে হেয় প্রতিপন্ন হয়েছি শেখ হাসিনার সরকারের মাধ্যমে, আমাদের পরবর্তী প্রজন্ম যেন প্রতিহিংসার সম্মুখীন না হয় সেজন্য আমরা কাজ করবো।কারামুক্ত হওয়ার অনুভূতি জানিয়ে জাকির খান আরও বলেন, আমি যদি এখানে শুয়ে পড়তে পারতাম তাহলে বলতে পারতাম আমার অনুভূতি। এখন আমি বাড়ি গিয়ে আমার মায়ের হাতে ভাত খাবো – এটাই আমার সবচেয়ে বড় অনুভূতি।জাকির খান আরও বলেন, এখন যেমন প্রশাসন আছে, আগামী দিনেও প্রশাসন থাকবে। বর্তমান প্রশাসনকে সহযোগিতা করে একটি নতুন প্রশাসনের মাধ্যমে মানবতার ভিত্তিতে সবকিছু রক্ষা করব।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার ফোরকান ওয়াহিদ জাকির খানের মুক্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি মামলায় পাঁচ বছরের সাজার মেয়াদ শেষ হলে জাকির খানকে মুক্তি দেওয়া হয়।
জাকির খানের আইনজীবী রবিউল ইসলাম জানন, জাকির খানের বিরুদ্ধে ৩৩টি মামলা ছিল। এর মধ্যে ৩২ মামলায় তিনি খালাস পেয়েছেন এবং একটি মামলায় তিনি জামিনে আছেন। অনেক আগে জাকির খানের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী একটি মামলা হয়েছিল। সেই মামলায় আজ তিনি সাজা শেষ করে মুক্তি পেয়েছেন।
উল্লেখ্য, চারটি হত্যা মামলাসহ মোট ৩৩টি মামলার আসামি ছিলেন জাকির খান। দীর্ঘদিন পলাতক থাকার পর ২০২২ সালের ৩ সেপ্টেম্বর র্যাব-১১ এর একটি অভিযানে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই সময় সংবাদ সম্মেলনে র্যাব জানায়, ২০০৩ সালে ব্যবসায়ী সাব্বির আলম হত্যা মামলার পর জাকির খান দেশ ছেড়ে থাইল্যান্ডে পালিয়ে যান। এরপর প্রায় দুই দশক দেশে না থেকে ২০২১ সালে ভারত হয়ে ফের দেশে আসেন। নব্বইয়ের দশকে জাতীয় পার্টির ছাত্রসংগঠন থেকে রাজনীতিতে যাত্রা শুরু করেন জাকির খান। পরে তিনি বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদলের নেতৃত্বে আসেন।