তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ফটো সাংবা‌দিক এনামু‌ল সিদ্দিকীর মাতার ইন্তেকালে খবর নারায়ণগঞ্জ ডট কম পরিবারের গভীর শোক

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ জেলা ফটো সাংবা‌দিক এসো‌সি‌য়েশনের সভাপ‌তি এনামুল হক সি‌দ্দিকীর মাতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে খবর নারায়ণগঞ্জ ডট কম অনলাইন পত্রিকার পরিবার।

শোকবার্তায় খবর নারায়ণগঞ্জ ডট কম পরিবার মরহুমার রুহের মাগ‌ফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত প‌রিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত, এনামুল হক সি‌দ্দিকীর মাতা জাহানারা বেগম (৭৮) শুক্রবার বিকেলে নারায়ণগ‌ঞ্জের সি‌টি লাইফ হাসপাতালে চি‌কিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না‌লিল্লা‌হি ওয়া ইন্না ইলাইহি রা‌জিউন)। বাদ এশা ইসদাইর কেন্দ্রীয় জামে মস‌জিদে নামাজে জানাযা অনু‌ষ্ঠিত হওয়ার পর তাকে মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

Related Articles

Back to top button