জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেরপুরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা

শেরপুর প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদীতে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (৮ মার্চ) বিকালে শ্রীবরদী এপিপি আই মাঠে অনুষ্ঠিত হয়।
আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন শেরপুর-৩ আসনের এমপি এ.ডি.এম শহিদুল ইসলাম।
এসময় তিনি বলেন, মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য পরিশ্রম করে যাচ্ছেন। তারই ফলশ্রুতিতে দেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। আগামী ২০৪১ সালে দেশ উন্নত ও স্মার্ট বাংলাদেশে রুপান্তর হবে। তাই তৃণমুল পর্যায়ে দলকে আরো সুসংগঠিত করতে হবে। তাই সকল নেতাকর্মীকে দলের সার্থে কাজ করতে হবে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ্ উদ্দিন ছালেম ও সাংগঠনিক সম্পাদক এড. মেরাজ উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অন্যানের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান আকন্দ, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ প্রমুখ।
এসময় বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগসহ সহযোগি সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button