অর্থনীতিতাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নানা আ‌য়োজ‌নে নারায়ণগ‌ঞ্জে বিশ্ব পর্যটন দিবস পা‌লিত

খবর নারায়ণগঞ্জ.কম: পর্যট‌নে প‌রি‌বেশ বান্ধব বি‌নি‌য়োগ এই স্লোগান‌কে সাম‌নে রে‌খে নারায়ণগ‌ঞ্জে নানা আ‌য়োজ‌নে বিশ্ব পর্যটন দিবস পা‌লিত হ‌য়ে। বুধবার (২৭ সে‌প্টেম্বর) সকা‌লে বিশ্ব পর্যটন দিবস উপল‌ক্ষে শোভাযাত্রা অনু‌ষ্ঠিত হয়। এর পর শহ‌রের টাউনহ‌লে নারায়ণগঞ্জ জেলা প্রশাস‌নের আ‌য়োজ‌নের জেলাবৃ‌ত্তিক পর্যটন শি‌ল্প ও কু‌ঠির শি‌ল্পের দোকান উ‌দ্বোধন ক‌রেন জেলা প্রশাসন মাহমুদুল হক। এর পর তি‌নি বি‌ভিন্ন দোকান প‌রিদর্শন ক‌রেন।

হো‌টেল, রি‌সোর্ট, পার্ক মা‌লিক কতৃপ‌ক্ষের সহ‌যো‌গিতায় ১৭‌টি ‌দোকান বরাদ্ধ হয়। ‌দোকান গু‌লো হ‌লো, র‌য়েল রি‌সোর্ট, চোরাঙ্গী পার্ক, ত্র্যাড‌ভেঞ্জার ল্যান্ড পার্ক, বাংলার তাজমহল, রাজম‌নি পিরা‌মিড, সায়রা গা‌র্ডেন, ই‌ডেন থাই এন্ড চাই‌নিজ রেস্টু‌রেন্ট, সুবর্ন গ্রাম রি‌সোর্ট, সুগন্ধা প্লাস, এসএইচ ক্যা‌ষ্টেল এন্ড রি‌সোর্ট, কউ‌সিন, আ‌লোকিত নারী, রং মেলা , ফল উৎসব, ক্রাইন রঙ্গী, ফেন্টা‌সি পার্ক প্রমূখ।

এসময় উপ‌স্থিত ছি‌লেন, উপপরিচালক (স্থানীয় সরকার ) মোহাম্মদ আনোয়ার হোসাইন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মৌসুমী বাইন হীরা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাফিয়া আক্তার শিমু,মনজুঅতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এইচ. এম. সালাউদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নূরুন্নবী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ সাকিব-আল-রাব্বি প্রমূখ।

Related Articles

Back to top button