তাজা খবরথানার সংবাদশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসোনারগাঁ থানা

দুই ভাইকে কুপিয়ে হত্যায় খুনিদের দৃষ্টান্ত মূলক শাস্তির আশ্বাস দেন – ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম

সোনারগাঁ প্রতিনিধি:

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার কাচঁপুরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম (পিপিএম,বিপিএম বার)।

২৭ ফেব্রুয়ারী সোমবার দূপুরে নিহতদের বাড়ীতে প্রবেশ করে তাদের পরিবারের সাথে দেখা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে খুনিদের দৃষ্টান্ত মূলক শাস্তির আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহাবুব আলম সুমন ও ওসি তদন্ত আহসান উল্লাহ সহ অন্যান্য পুলিশ সদস্যরা।

উল্লেখ্য গত রবিবার দুপুরে সোনারগাঁয়ের কাচঁপুর পাঁচপাড়া এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে পানির ড্রেনেজ লাইনের পাইপ বসানোকে কেন্দ্র করে আপন চাচাতো ভাই মোস্তফা, মফিজুল ও মারুফ গংদের হাতে নির্মমভাবে খুন হয় আপন দুই ভাই আসলাম সানি ও সফিকুল ইসলাম রনি।

তাদের আরেক ভাই রফিকুল ইসলাম এখনো চিকিৎসাধিন রয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের বাড়ীতে গতকাল রাতে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করে বিক্ষুব্ধ এলাকাবাসী।

Related Articles

Back to top button