বর্তমান অবৈধ সরকার ইউক্রেন-রশিয়ার যুদ্ধ নিয়েও বানিজ্য করছে – জোসেফ
খবর নারায়ণগঞ্জ.কম:
সারাদেশে বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থানার প্রতিবাদে এবং ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল রহিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। এই সময় মহানগর যুবদলের সাবেক সভাপতি ও নাসিক কাউন্সিলর মাকছুদুলআলম খন্দকারের মুক্তি দাবিতে স্লোগান দেয়া হয়।
বুধবার (৩ আগষ্ট) বিকেলে মহানগর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে শহরের উকিলপাড়া থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে চাষাঢ়া নূর মসজিদের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে মাজহারুল ইসলাম জোসেফ বলেন, বর্তমান অবৈধ সরকার ইউক্রেন-রশিয়ার যুদ্ধ নিয়েও বানিজ্য করছে। দেশে পর্যাপ্ত তেল মজুত থাকার পরেও বিলিয়ন বিলিযন ডলার খরচ করে তেল আমদানী করা হচ্ছে শুধুমাত্র কমিশন বানিজ্যের জন্যে।
তিনি বলেন, স্বৈরাচররা যুগে যুগে এসেছে কিন্তু রক্তস্নাত পথে তারা বেশিদিন থাকতে পারেনি। ৪৭, ৫২ ও ৭১ সালে আমরা সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচারকে এদেশ থেকে নিপাত করেছি। এই অবৈধ স্বৈরাচারী ফ্যাসিবাদী আওয়ালীগ সরকারকেও আমরা আন্দোলনের মাধ্যমে পতন ঘটাবে। এছাড়া তিনি ভোলা জেলা ছাত্রদলের সভাপতি মো: নূর আলমের মৃত্যুতে শোক প্রকাশ করেন।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি রানা মুজিব, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাধারণ সম্পাদক জুয়েল প্রধানসহ মহানগরের আওতাধীন সদর, বন্দর, সিদ্ধিরগঞ্জ থানা ও ২৭টি ওয়ার্ডের নেতৃবৃন্দ।