রিয়াদ চৌধুরীর মায়ের মৃত্যুতে জেলা বিএনপির শোক
খবর নারায়নগঞ্জ.কম: নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য রিয়াদ মোহাম্মদ চৌধুরীর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি ও সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ।
সোমবার (২৫ জুলাই) এক বিবৃতিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে এই শোক প্রকাশ করেন। সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বিবৃতিতে তারা আরও উল্লেখ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রিয়াদ মোহাম্মদ চৌধুরীর মা রেহানা বেগম (৭০) ঢাকা বার্ডেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি তাকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন। সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।
উল্লেখ্য, সোমবার বিকেল ৫ টায় ঢাকা বার্ডেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় সদর উপজেলার ফতুল্লা ডিআইটি মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।