জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগসম্পাদকের পছন্দ

শেরপুরে বন‍্যায় বসত বাড়ি হারিয়ে দিশেহারা উবায়দুল

শেরপুর প্রতিনিধি :
শেরপুরের ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে  কেড়ে নিল  উবায়দুল ইসলামের বসতবাড়ি। উবায়দুল ইসলাম উপজেলার ধানশাইল গ্রামের  মরহুম সামছ উদ্দিনের ছেলে।
জানা গেছে,  গত ১৭ জুন শুক্রবার কালঘোষা নদীতে নেমে আসা পাহাড়ি ঢলের পানির তোড়ে নদীর পাড় ভেঙ্গে  উবায়দুল ইসলামের বসতবাড়ির  একটি বিল্ডিং একটি টিনসেট ও একটি ছনের ঘর সম্পুর্ন বিধ্বস্ত হয়ে যায়।
ঘরে থাকা ৫০ মন ধান- চাল, টাকা পয়সা যা ছিলো সমস্ত ক্ষতি সাধিত হয়।  বর্তমানে উবায়দুল ইসলাম তার পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নীচে বসবাস করে আসছে।   টাকা পয়সার অভাবে ঘরগুলো মেরামত করা সম্ভব হচ্ছে না।
প্রশাসন বা কোন জনপ্রতিনিধির কেউ আসেনি তার পরিবারের খবর নিতে।  ঘরে কোন খাবার নেই।  মা ও ৪ ছেলে মেয়েসহ  ৭ সদস্যের পরিবার উবায়দুল ইসলামের।   বর্তমানে খোলা আকাশের নীচে মানবেতর জীবনযাপন করে আসছেন উবায়দুলের পরিবার। সরকারি, বেসরকারি কোন সাহায্য সহযোগিতা জুটেনি তার ভাগ্যে।
কান্না জরিত কন্ঠে উবায়দুল ইসলাম বলেন, কি দিয়ে ঘর নির্মান করবেন, কিভাবে পরিবারের সদস্যদের ভরনপোষণ যোগাবেন এ চিন্তায় তিনি এখন দিশেহারা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নান সাংবাদিকদের বলেন, পাহাড়ি ঢলের পানিতে উপজেলায় ২৫ টি বাড়িঘরের ক্ষতি সাধিত হয়েছে। তালিকা প্রনয়ন করা হচ্ছে। তাদের সহায়তা প্রদান করা হবে।

Related Articles

Back to top button