তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

জল্লারপাড় এলাকায় লেকের পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু

খবর নারায়নগঞ্জ.কম: শহরের জল্লারপাড় এলাকায় লেকের পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে৷ শুক্রবার (৩ জুন) দুপুরে গোসল করতে নেমে নিখোঁজ হয় তারা৷ বিকেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়৷
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন৷ তিনি জানান, দুপুরে তারা গোসল করতে নেমে নিখোঁজ হয়৷ একজনের মরদেহ ভেসে ওঠে এবং অন্যজনের মরদেহ ফায়ার সার্ভিস উদ্ধার করে৷
নিহত দুই কিশোরের নাম ইমতিয়াজ আহমেদ ও মিহাদ হোসেন৷ ১৪ বছর বয়সী ইমতিয়াজ সদর উপজেলার পশ্চিম দেওভোগ মাদরাসা এলাকার ইকবাল হোসেনের ছেলে এবং একই এলাকার জাকির হোসেনের ছেলে মিহাদ (১৩)৷ তারা স্থানীয় মাদরাসার ছাত্র।
পরিবারের লোকজন জানান, দুপুরে লেকে গোসল করতে যাবার পর বাসায় ফেরেনি তাদের সন্তান৷ খোঁজ করতে বেরিয়ে জল্লারপাড় এলাকায় আসেন স্বজনরা৷ বিকেলের দিকে একজনের মরদেহ ভেসে উঠে৷ পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তল্লাশি চালিয়ে অপরজনের মরদেহ উদ্ধার করে৷
স্থানীয়রা জানান, গত কয়েকমাস যাবৎ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্মাণাধীন জল্লারপাড় লেকে স্থানীয় লোকজনের পাশাপাশি শিশু-কিশোররাও গোসল করতে নামে৷ তবে এর আগে মৃত্যুর ঘটনা ঘটেনি৷

Related Articles

Back to top button