জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগসম্পাদকের পছন্দ

শেরপুরে রমজান উপলক্ষে শেরপুরে ১ লাখ ১০ হাজার পরিবার পাচ্ছেন টিসিবি’র পণ্য

শেরপুর প্রতিনিধি :
সরকারের ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয়ের আওতায় আসন্ন রমজান মাস উপলক্ষে শেরপুরে  ১ লক্ষ ১০ হাজার ৬৯টি পরিবারকে কম মূল্যে পণ্য সরবরাহ করবে জেলা প্রশাসন। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নির্ধারিত ২৭ জন ডিলারের মাধ্যমে ৩ দফায়  মশুর ডাল, সয়াবিন তেল, চিনি ও ছোলা বিক্রি করা হবে।
এ উপলক্ষে ১৬ মার্চ বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে ব্রেস ব্রিফিং করে জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, শেরপুর প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, সিনিয়র সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু, আব্দুর রফিক মজিদ, দেবাশীষ ভট্টাচার্য প্রমুখ।
প্রধান অথিতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আগামী ২০ মার্চ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি উপস্থিত থেকে এর বিতরণ উদ্বোধন করবেন। ইতোমধ্যে জেলার ৪টি পৌরসভা ও ৫২ টি ইউনিয়ন পরিষদের মাধ্যমে তালিকা তৈরি করেছে জেলা প্রশাসন। জেলায় টিসিবির নির্ধারিত ২৭ জন ডিলারের মাধ্যমে এই পণ্য বিতরণ করা হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ ট্রাক থেকে একজন কার্ডধারী ৫৫ টাকা কেজি দরে ২ কেজি চিনি, ৫০ টাকা কেজি দরে ২ কেজি ছোলা, ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল ও ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল  কিনতে পারবেন। রোজার আগে ও পরে মোট ৩টি ধাপে এই পণ্য বিতরণ করা হবে। প্রথম কিস্তির পণ্য পাবেন ২০ মার্চ থেকে এবং দ্বিতীয় কিস্তির পণ্য দেওয়া হবে রোজার মাঝামাঝি সময়ে।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মিজানুর রহমান, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম, দেবাশীষ সাহা রায়, মারুফুর রহমান ফকির, জি এইচ হান্নান, আসাদুজ্জামান মুরাদ, জুবাইদুল ইসলাম, জাহিদুল খান সৌরভ, মো. তারিকুল ইসলাম, বুলবুল আহমেদ, বিল্লাল হোসেন সুহাগসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button