মহান বিজয় দিবস উপলক্ষে কায়েমপুর মাতব্বর বাড়ীর উগ্যোগে পুরুস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
খবর নারায়নগঞ্জ.কম: মহান বিজয় দিবস উপলক্ষে কায়েমপুর মাতব্বর বাড়ীর উগ্যোগে পুরুস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত ৮টায় কায়েমপুর মাতব্বর বাড়ীর মাঠ প্রাঙ্গনে এ পুরুস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইকবাল মাতব্বরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফতুল্লা থানা যুবলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ ফাইজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফতুল্লা ইউনিয়ণ মেম্বার নজরুল ইসলাম সেলিম,ফতুল্লা থানা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক মনির হোসেন,সমাজ সেবক মোক্তার হোসেন, সমাজ সেবক বুলবুল,সমাজ সেবক মীর জুয়েল, তরুন বক্তা ফারদীন ইসলাম ফারিন প্রমুখ।ফাইজুল ইসলাম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে দেশের মানুষ মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে শ্রেষ্ঠতম ঘটনা হলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। স্বাধীনতা সংগ্রামের এক ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে বাঙ্গালি জাতির কয়েক হাজার বছরের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বপ্ন সাধ পূরণ হয় এ মাসে। বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয় এ মাসের ১৬ ডিসেম্বর । স্বাধীন জাতি হিসেবে সমগ্র বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা। আজ বাংলাদেশ মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশের দিকে যাত্রা করেছে। আজ বাংলাদেশ নিজ অর্থেই উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শত প্রতিকূলতা সত্ত্বেও তাঁর প্রজ্ঞাময় সিদ্ধান্ত দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাবার স্বপ্ন পূরণের পথে এখন বাংলাদেশ। তিনি আরো বলেন,প্রায় দীর্ঘ ২৯বছর পর ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে, লক্ষ রাখবেন অনেকে নির্বাচনে দাড়িয়েছে এতোদিন তাদের দেখা যায়নি। মহামারি করোনার সময় অনেকে ঘর থেকেই বের হয় নাই। কিন্তু যারা জীবনের ঝুকি নিয়ে পরিবারের কথা না ভেবে আপনাদের পাশে এসে দাড়িয়েছে,এবং আপনাদের সহযোগীতা করেছে তাদের কথা একটু চিন্তা করবেন। আমার ভাই সব সময় আপনাদের পাশে ছিলো এবং মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। নজরুল ইসলাম সেলিম যদি যোগ্য হয় তাহলে তাকে ঘুড়ি প্রতীকে একটি করে ভোট দিবেন। আর তার থেকে অন্য কেউ যদি যোগ্য হয় তাহলে তাকেই ভোট দিবেন। পাশাপাশি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে শামীম ওসমানের মনোনীত চেয়ারম্যান প্রার্থী লুৎফর রহমান স্বপনকে নৌকা প্রতীকে একটি করে ভোট দিবেন।