তাজা খবরধর্ম ও শিক্ষামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ও  মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে – ড. মঈন

খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জের আমলাপাড়া পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
রবিবার (২৬ সেপ্টেম্বর) রাতে তিনি আমলাপাড়া পূজা মন্ডপ পরিদর্শনে আসেন।
এসময় তিনি গণমাধ্যম কর্মীদের জানান, পি আর পদ্ধতি সম্পর্কে দেশের অধিকাংশ মানুষের স্পষ্ট ধারণা নেই। বাংলাদেশের মানুষ গত ১০০ বছর ধরে সৎ, যোগ্য ও নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আসছে। কিন্তু পিআর পদ্ধতিতে ভোট হলে ভোটাররা জানবে না তারা কাকে ভোট দিচ্ছে। তারা জানবে কোন দলকে ভোট দিচ্ছে। তাই দলকে ভোট দিয়ে মানুষ কখনোই সন্তুষ্ট হতে পারবে না। এই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ও  মানুষের ভোটাধিকার ও সমঅধিকার নিশ্চিত হবে বলেও মনে করেন তিনি।
তিনি আরও বলেন, দেশের মানুষ পিআর পদ্ধতিতে অভ্যস্ত নয়, জনগণ ওয়ান ম্যান ওয়ান পদ্ধতিতে নিজের পছন্দের প্রার্থীকেই ভোট দিতে চায়। বাংলাদেশের মানুষ নির্দিষ্ট ভাবে, নির্দিষ্ট পছন্দের সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে চায়। তাই মানুষ শত বছর ধরে যেভাবে ভোট দিয়ে আসছে, রাতারাতি এর পরিবর্তন কেউ মেনে নেবে না। জনগণের কাছে তা কখনোই গ্রহণযোগ্য হবে না।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোঃ রেজা রিপন, সদর থানার সাধারণ সম্পাদক এড. আনোয়ার প্রধান, প্রাইম গ্রুপের চেয়রাম্যান আবু জাফর আহমেদ বাবুল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিপর সরকার শিখন, আমলাপাড়া পূজা মন্ডপের সভাপতি প্রবীর কুমার সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button