তাজা খবরথানার সংবাদরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসোনারগাঁ থানা
বহিষ্কৃত শ্রমিকলীগ নেতার হসপিটাল উদ্বোধনে সোনারগাঁয়ের বিএনপির তিন মনোনয়ন প্রত্যাশী

সোনারগাঁ প্রতিনিধি:
শ্রমিকলীগের বহিষ্কৃত নেতা এবং ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশা করে আওয়ামীলীগের ট্যাগে মদনপুর ইউপি নির্বাচন করা আওয়ামীলীগের চিহ্নিত দোসর রুহুল আমিনের হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির তিন মনোনয়ন প্রত্যাশী। সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের তালতলা এলাকায় বন্দর উপজেলার বাসিন্দা এবং মদনপুর ইউপি শ্রমিকলীগের বহিষ্কৃত সভাপতি রুহুল আমিনের নবনির্মিত মা হসপিটালের উদ্বোধনে উপস্থিত হন অতিথি হিসেবে নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সাবেক এমপি এবং মনোনয়ন প্রত্যাশী রেজাউল করিম, নারায়ণগঞ্জ-৩ আসন থেকে জামপুরের বাসিন্দা বিএনপির মনোনয়ন প্রত্যাশী মুজাহিদ মল্লিক,সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নারায়ণগঞ্জ-৩ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী খন্দকার আবু জাফর।
সূত্র বলছে, টানা দুবারের মত দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে আওয়ামীলীগ থেকে বহিষ্কৃত হয়েছিলেন মা হসপিটালের স্বত্বাধিকারী রহুল আমিন। তারপরও আওয়ামীলীগের পতন হওয়ার গদ ৫ই আগস্ট পর্যন্ত আওয়ামীলীগের ট্যাগে রাজনৈতিক কার্যক্রমসহ সর্বমহলে আওয়ামীলীগ নেতা হিসেবেই পরিচিত ছিলেন। তবে ৫ই আগস্টের পর আওয়ামীলীগের ট্যাগ সড়াতে ভোল পাল্টাতে সোনারগাঁয়ে তার নবনির্মিত মা হসপিটালের উদ্বোধন অনুষ্ঠানে বিএনপির তিন এমপি প্রার্থীকে অতিথি করে আনেন। তার এমন কান্ড থেকে পতীত আওয়ামীলীগ সরকারের নেতাকর্মীদের মধ্যে তীব্র সমালোচনা সৃষ্ট হয়েছে। সেই সাথে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি এই তিন মনোনয়ন প্রত্যাশীর অংশগ্রহণে বিএনপির মধ্যে তীব্র সমালোচনা সৃষ্ট হয়েছে। বিএনপি নেতাদের মতামত এই আওয়ামীলীগ নেতাকে বিএনপি ট্যাগে পূর্ণবাসিত করতেই বিএনপির এই তিন মনোনয়ন প্রত্যাশী অংশ নেয়। মা হসপিটালের স্বত্বাধিকারী রহুল আমিনের বন্দরের মদনপুর এলাকায় মা হসপিটাল নামে আরও একটি প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া মদনপুর ইউপি নির্বাচনেও নৌকা প্রতীকে নির্বাচন করার জন্য আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশা করেন। মনোনয়ন প্রত্যাশা করে ব্যর্থ হয়ে দলীয় পদ থেকে বহিষ্কার হয়েও আওয়ামীলীগের ট্যাগেই আনারস প্রতীকে নির্বাচন করে পরাজিত হন নৌকা প্রতীকের প্রার্থী গাজী এমএ সালামের কাছে। তবে এই রুহুল আমিন দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠন বহির্ভুত কাজ করায় ২০২৪ সালের ৫মে বহিষ্কার হয়েছিলেন। এরআগে ২০২১ সালে ১১ নভেম্বর অনুষ্ঠিত মদনপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলীয় প্রার্থী (নৌকা) প্রতীকের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করে। যা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে। সেই নির্বাচনের ৫ দিন পূর্বে ৬ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের কার্যালয়ে কার্যকারি কমিটির সভায় কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক গঠনতন্ত্রের ৪৭(ঠ) ধারা অনুযায়ে মোঃ রুহুল আমিনকে বহিষ্কার করা হয়েছিল। তবে ইউপি নির্বাচনের পর আবারও রহুল আমিনকে স্বপদে বহাল করে। কিন্তু ৫ই আগস্টের পূর্বে আওয়ামীলীগের সরকারের পতনের ঠিক আগ মহুর্তে আবারও বহিষ্কার হন এই রুহুল আমিন। কিন্তু এই বহিষ্কৃত হিসেব বুঝিয়ে বিএনপি নেতাদের ম্যানেজ করে আবারও বিএনপি ট্যাগে রাজনীতিতে পদার্পন করতে নিজ হসপিটাল উদ্বোধন করতে বিএনপির তিন মনোনয়ন প্রত্যাশীকে হাজির করান।