তাজা খবরথানার সংবাদরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসোনারগাঁ থানা

সোনারগাঁয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল 

সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (২১ এপ্রিল) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর নয়াবাড়ি এলাকায় এই বিক্ষোভ মিছিল হয়।

জানা গেছে, ৫ আগস্টের পটপরিবর্তনের পর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এই প্রথম প্রকাশ্যে আওয়ামী লীগের ব্যানারে কোনো কর্মসূচি করতে দেখা গিয়েছে। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে।

ভিডিওটিতে বিক্ষোভকারীদের বলতে শোনা যায়, ‘নারায়ণগঞ্জের মাটি শেখ হাসিনার ঘাটি শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে জামাত-শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার সহ নানা ধরনের স্লোগান বলতে শোনা যায়।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া ভিডিওটি অস্পষ্ট হওয়ায় বিক্ষোভকারীদের কাউকে চেনা সম্ভব হয়নি। তবে পুলিশ জানিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ এই বিক্ষোভ মিছিল করেছেন।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমাম বলেন, সকালে আওয়ামী লীগের ব্যানারে নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল করেছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি, তবে অস্পষ্ট হওয়ায় কাউকে শনাক্ত করা যাচ্ছে না। আমরা তাদের শনাক্তে ইতোমধ্যে মাঠে নেমেছি। তাদের আটকের চেষ্টা চলছে।

Related Articles

Back to top button