সাধারণ মানুষ শান্তি চায়, দেশের উন্নয়ন চায় – সেলিম ওসমান
খবর নারায়ণগঞ্জ.কম :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য পদ প্রার্থী সেলিম ওসমানের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে সাত টায় গলাচিপা এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল হোসেনের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৫ আসনের সংসদ সদস্য প্রার্থী সেলিম ওসমান।
এসময় তিনি বলেন, আমার বেঁচে থাকার কথা ছিলোনা। পত্রিকার মাধ্যমে জানতে পেরে সাধারণ জনগণ আমার জন্য দোয়া করেছে বিধায় আমি পূণরায় আপনাদের মাঝে ফিরে আসতে পেরেছি। আমার একটাই ইচ্ছা, সকলকে সাথে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়ন করবো। কে কোন দল করেন সেটা মূখ্য বিষয় নয়, কিন্তু নারায়ণগঞ্জ – ৪ ও ৫ আসনে কোন অশান্তি চাই না। সকলের কাছে অনুরোধ করবো আমাকে ভোট দিন আর নাই দিন দয়া করে ৭ তারিখ সকালে কেন্দ্রে গিয়ে আপনার ভোট প্রদান করবেন। কারন ভোট আপনার পবিত্র আমানত, এটাকে নষ্ট করবেন না।
তিনি আরও বলেন, একটা সময় ছিলো যখন দেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করতে হয়েছে কিন্তু এখন আর সেটা নেই, এখন দেশের উন্নয়ন করতে হবে। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তারা প্রত্যেকেই দেশের উন্নয়নের সমান অংশিদার। গত সাড়ে নয় বছর আমি যে সকল কাজ করেছি তাতে আমার সাথে সকলেই ছিলো এমনকি বিএনপির অনেকেও আমার সাথে কাজ করেছে। সাধারণ মানুষ শান্তি চায়, দেশের উন্নয়ন চায়।
মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক এড আবু হাসনাত মোঃ শহীদ বাদল, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক এম.এ রাসেল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, পিপি এড. বুলবুল আহমেদ, মহিলা নেত্রী ইসরাত জাহান স্মৃতি সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।