শেরপুর-৩ আসনে নৌকার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
শেরপুর প্রতিনিধি: শেরপুর-৩ আসনের নৌকা প্রতীকের প্রার্থী এডিএম শহিদুল ইসলামের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় তাতীহাটি ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে পশ্চিম ছনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন তাতীহাটি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি অ্যাড. মঞ্জুরুল ইসলাম। শ্রীবরদী আইডিয়াল টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এডিএম শহিদুল ইসলাম। আগামী ৭ জানুয়ারী নৌকা প্রতীকে ভোট চেয়ে তিনি বলেন, ২০৪১ সালের ভিশন স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বিশ্ব মানবতার মা জননেত্রী হাসিনার কোন বিকল্প নাই। অন্যানের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছালাগ উদ্দিন ছালেম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু ছালেহ মোহাম্মদ নুরুল ইসলাম হিরো