তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ফতুল্লায় অগ্নিকাণ্ডের আড়াই ঘন্টা পরে আসলো ফায়ার সার্ভিস ক্ষুব্ধ জনসাধারণ

ফতুল্লা প্রতিনিধি :
নারায়ণগঞ্জের ফতুল্লায় এইচ এম রোটর স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (২৫ শে নভেম্বর) নারায়ণগঞ্জ সদর উপজেলার পিলকুনি পুলপাড় এলাকায় সকাল ১০ টার দিকে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের কারণে রোটন স্পিনিং মেইল নামক সুতা তৈরি কারখানায় আগুনের সূত্রপাত ঘটে।
পরে এলাকাবাসী ও শ্রমিকদের আড়াই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিভাতে সক্ষম হয়, এতে মালিক পক্ষের দাবি তাদের মেশিন ও সুতাসহ প্রায় দুই কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে।
এ বিষয়ে এলাকাবাসী ও শ্রমিকরা জানায়, সকাল ১০ টার দিকে বৈদ্যুতিক শর্ট-সার্টের কারণে আগুন লেগে যায় পরে আমরা ফায়ার সার্ভিস অফিসে ফোন করলে তারা প্রায় আড়াই ঘন্টা পরে ঘটনাস্থলে আসে, এসে দেখে আমরা সবাই তখন আগুন নিভিয়ে ফেলি, ফায়ার সার্ভিসের লোকজন সবকিছু দেখেও তারা গাড়ি থেকে পাইপ নামিয়ে পানি দেওয়ার জন্য প্রস্তুত হয়, তারা সময় মত না এসে এখন আসছে আমাদের আরো বেশি ক্ষতি করার জন্য এখন তারা পানি দিলে মেশিন আরো বেশি নষ্ট হয়ে যাবে তারা আগে আসলে আমাদের এত বড় ক্ষতি হতো না আমাদের ক্ষতির পরিমাণ আরো কম হতো।
এ বিষয়ে রোটন স্পিনিং মিল এর চেয়ারম্যান হানিফ দর্জি জানান ভোর রাত থেকে আমাদের ফ্যাক্টরিতে বিদ্যুৎ ছিল না পরে বিদ্যুৎ অফিস ফোন করলে সকাল দশটার দিকে অফিস থেকে ইমরান সহ লোকজন আসে পরে তারা বিদ্যুৎ ঠিক করে এবং আমাদের বিদ্যুৎ লাইন চালু করতে বললে, লাইন চালু করা মাত্রই হঠাৎ স্পার্ক করে ভিতরে আগুন লেগে যায় তাৎক্ষণিক আমরা ফায়ার সার্ভিসকে খবর দেই পরে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিভাতে সক্ষম হই এতে আমাদের প্রায় দুই কোটি টাকার সুতা ও মেশিন পুড়ে যায় এই ফ্যাক্টরিতে ব্যাংক থেকে ১ কোটি টাকা লোন নেওয়া আছে আমি এলাকাবাসীকে ধন্যবাদ জানাই তারা যদি সময় মত না থাকতো তাহলে পুরো ফ্যাক্টরিটা জ্বলে পুড়ে ছাই হয়ে যেত।

Related Articles

Back to top button