তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসাহিত্য ও সংস্কৃতি

কাশিপুরে মহতি সাধুসঙ্গ ও লালন মেলা অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম:
মুক্তধাম আশ্রম ও লালন একাডেমীর ৬ষ্ঠ গুরু স্মরণ উদযাপন উপলক্ষ্যে মহতি সাধুসঙ্গ ও লালন মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ নভেম্বর) রাতে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের মধ্য নরসিংপুর এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মানবতার ফেরিওয়ালা বাবু চন্দন শীল।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য শেষে দেশের বিখ্যাত লালন সংগীত শিল্পীরা দুই দিনব্যাপী গান পরিবেশন করেন।
বিশিষ্ট সমাজ সেবক মোঃ আসলাম’র সভাপতিত্বে এবং মুক্তধাম আশ্রমের প্রতিষ্ঠাতা ফকির শাহ্ জালাল’র পরিচালনায় এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ফকির শাহ্ জালাল’র গুরু ফকির পিয়ার সাহা, যুবলীগ নেতা নাজমুল হাসান সাজন, ফকির মোজাম্মেল সাহা ও রুস্তম সাহা সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button