তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ফতুল্লা থেকে কোটি টাকার মাদকসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

খবর নারায়ণগঞ্জ.কম:

ফতুল্লা থেকে কোটি টাকার মাদকসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলো- জেলার ফতুল্লা মডেল থানার কুতুবআইল এলাকার মৃত মেবারক হোসেনের পুত্র খালিদ হাসান রবিন (৩৪), একই থানার পাগলা পশ্চিম পাড়ার মোখলেচুর রহমানের পুত্র ইমরান রহমান মিঠুন (৩২), পূর্ব দেলপাড়ার মৃত আব্দুল খালেকের পুত্র মো. আক্তার হোসেন ওরফে আবির ওরফে কিলার আক্তার(৩৪), জেলার সিদ্ধিরগঞ্জ থানার নিমাই কাশারীর মৃত জুলহাস মিয়ার পুত্র মো. আকাশ (৩০), ও বরগুনা জেলার আমতলী থানার গেরাবুনিয়ার মো. খলিল হাওলাদারের পুত্র মো. কাউছার (২৩)।

এ সময় তাদের হেফাজত থেকে প্রায় ১ কোটি টাকা মূল্যমানের ২৫০ কেজি গাজাঁ, ২ হাজার পিছ ইয়াবা ও ৪০০ পুরিয়া হেরোইন উদ্ধার  করে।

বুধবার (১৬ আগষ্ট) বিকেলে নারায়নগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল (পিপিএম) মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

এরআগে বুধবার ভোররাত তিনটার দিকে নারায়ণগঞ্জ জেলা কাউন্টার টেরোরিজম ইউনিটের টিম পাগলা পশ্চিমপাড়াস্থ (জাউল্লা পাড়া) গ্রেপ্তারকৃত মিঠুনের বসত বাড়িতে অভিযান চালিয়ে ওই মাদকসহ তাদের গ্রেপ্তার করে।

পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল (পিপিএম) জানান, গ্রেপ্তারকৃতরা ভারত থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে কুমিল্লা বর্ডার এলাকা থেকে কাভার্ডভ্যান যোগে নিয়ে এসে ঢাকা জেলাসহ নারায়ণগঞ্জ জেলার সকল থানায় পাইকারী বিক্রয় করে থাকে।

এ ফতুল্লা মডেল থানায় ধৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। জেলা পুলিশের এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ সুপার।

Related Articles

Back to top button