মাওলানা মামুনুল হক এর মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
খবর নারায়ণগঞ্জ. কম:
বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক সহ কারাবন্দী আলেমদের মুক্তি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, পাঠ্যপুস্তকে ইসলামি শিক্ষা সংকোচন ও বিতর্কিত বিবর্তনবাদ বাতিলের দাবি, নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ কেন্দ্র ঘোষিত ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিশ নারায়ণগঞ্জ মহানগর। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বাদ জুম্মা নগরীর ডিআইটিতে ওই সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন রমজানের আগে মামুনুল হক সহ সকল কারাবন্দী ওলামাদের মুক্তি না দিলে, এর পর আর তাদের মুক্তি আন্দোলন না করে সরকার পতনের আন্দোলন করবো।
নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি মাওলানা মীর আহমাদুল্লাহ এর সভাপতিত্বে এবং যুব মজলিস সহ-সভাপতি আল-আমিন রাকিব এর সঞ্চালনায় মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক নূর আলম, সহ-সাধারণ সম্পাদক মুফতি রশীদ আহমদ, যুব মজলিস মহানগরের বায়তুলমাল সম্পাদক মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমান, মহানগর উলামা পরিষদের অর্থ সম্পাদক মুফতি দেলোয়ার হোসেন, ইসলামি ছাত্র মজলিসের কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক দেলোয়ার হোসাইন,মুন্সিগঞ্জ যুব মজলিসের দায়িত্বশীল মাওলানা উসামা আজিজ, মহানগর ছাত্র মজলিসের সভাপতি সাকিব সাইফি, যুব মজলিস মহানগর প্রচার সম্পাদক মামুনুর রশীদ, সিদ্ধিরগঞ্জ থানার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, সদর থানার দায়িত্বশীল হাজী লিয়াকত, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা নজরুল, ইসমাইল, আরাফাত, ফতুল্লা থানা যুব মজলিসের রফিকুল, সোহাগ, সোহান, বন্দরের দায়িত্বশীল হাফেজ রিয়াদ হাসান সহ নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিল শহরের ব্যাংকের মোড় ঘুরে ডিআইটি মসজিদের সামনে এসে দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।