দেশীয় অস্ত্রসহ চার কিশোর গ্রেপ্তার
খবর নারায়ণগঞ্জ.কম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড (শিমরাইল) এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী হানিফ গ্রুপের প্রধানসহ চার কিশোরকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব-১১। শুক্রবার সকালে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে শুক্রবার সন্ধ্যায় র্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলো, মোঃ শাহ হানিফ ওরফে শানিফ ওরফে জামাই (৩০), মোঃ রাসেল (৩০), মোঃ সাকিব (২০) ও মোঃ রুবেল (১৯)। গ্রেপ্তারের পর তাদেরকে তল্লাশি করে চারটি চাকু উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা নিজেদেরকে সন্ত্রাসী হানিফ গ্রুপের সদস্য বলে পরিচয় দিয়ে থাকে। প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দুস্কৃতিকারি। গ্রেপ্তারকৃত আসামীরা পরস্পর যোগসাজসে তাদের প্রতিপক্ষ সন্ত্রাসী গ্রুপকে ঘায়েল করার জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড মোড়ে অটোরিক্সা স্ট্যান্ডে চাকুসহ একত্রিত হয়েছিল। তারা দীর্ঘদিন ধরে রাস্তা ঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনমনে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল।