জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগরাজনীতিসম্পাদকের পছন্দ
শেরপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
শেরপুর প্রতিনিধি :
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুন) বিকালে ঝিনাইগাতী কলেজ রোড এলাকায় বাচ্চুর ধানের খলায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান মামুন। প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. কামরুল হাসান ও বিশেষ বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. মামুন অর রশিদ মামুন।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায় মো. আব্দুস সালাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবু রায়হান রুপন, ঝিনাইগাতী উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মো. রেজাউর রহমান, মো. শাহজাহান আকন্দ ও মো. আব্দুল মান্নান।
সভায় বক্তারা দুর্নীতিবাজ, গুম-খুন, ধর্ষক, স্বৈরাচার ও গণতন্ত্র বিরোধী সরকারের পতনের লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে নতুন কমিটি গঠন করে সংগঠনকে শক্তিশালী করার মধ্য দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জোর আহ্বান জানান।
সমাবেশে উপজেলার সাতটি ইউনিয়নের বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।