সত্য আঘাত প্রাপ্ত হয় পরাজিত হয় না – শামীম ওসমান
খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেন, গত পরশু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বক্তব্য দিয়েছিলেন, যেখানে অনেক কিছু ইঙ্গিত করা হয়েছে। যারা বোঝার মত জ্ঞান রাখে তারা অবশ্যই বুঝবে। কারন সামনে আমাদের চরম একটা কঠিন সময় পার করতে হবে।
শনিবার (২৯ জানুয়ারী) বিকেলে ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন নম পার্কে কর্মী সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদেরকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। কারন নারায়ণগঞ্জকে টার্গেট করা হয়েছে। কিছু লোককে জানি যারা পর্দার আড়ালে রয়েছে এবং তারা অর্থনৈতিক ভাবে সহযোগিতা করছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমার কথাকে আপনারা হালকাভাবে নিবেন না। তবে যারা গিভ এন্ড টেক এ বিশ্বাস করেন তাদেরকে বলবো আপনাদেরকে আমার সাথে থাকার দরকার নেই। কারন কমিটির রাজনীতিতে আমি বিশ্বাসী নই। আমরা রাজনীতিতে এসেছিলাম বঙ্গবন্ধুর হত্যার বিচার চাইতে। আর যদি প্রয়োজন হয় তাহলে মরে গিয়ে হলেও প্রমান করতে চাই, আমরা শেখ হাসিনার কর্মী।
তিনি আরো বলেন, কিছুদিন পূর্বে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেখানে আমাকে জড়িয়ে অনেক কিছু বলা হয়েছে। আমি সব কথার জবাব দিতে জানি কিন্তু দিবোনা। কেউ কেউ নাকি বলেছে, তৈমুর আলম খন্দকারকে আমি দাঁড় করিয়েছি। যা কিনা সম্পূর্ণ মিথ্যা। সামনে যে ক্রাইসিস আসছে সেখানে আমি রাজপথে সবাইকে পাবো। যারা খেলতে চাইবে ঘরে ঘরে ঢুকে আঘাত করবো। বঙ্গবন্ধুর হত্যা ছিলো আকস্মিক কিন্তু এবার যেটা হবে সেটা হবে পরিকল্পনা অনুযায়ী। এরফলে হয়তো আমি নাও থাকতে পারি। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সত্য আঘাত প্রাপ্ত হয় পরাজিত হয় না।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো:বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর চৌধুরী বিরু, সহ সভাপতি মিজানুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি চন্দন শীল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদল, সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী, সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ালী মাহমুদ, ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এম এ রশিদ, সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, এনায়েত নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলী, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, জেলা কৃষক লীগের সভাপতি নাজিম উদ্দিন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, জেলা তাতী লীগের সভাপতি এড.হাসান ফেরদৌস জুয়েল, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি সহ অন্যান্য নেতৃবৃন্দ।