খবর নারায়ণগঞ্জ.কম: আসন্ন কাশীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সকল প্রার্থীরা উঠান বৈঠক নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন। এরই ধারাবাহিকতায় কাশীপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৪,৫ ও ৬নং ওয়ার্ড এর সফল মেম্বার রাবেয়া আক্তার রিমার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ অক্টোবর) বাদ মাগরিব ইব্রাহিম ব্রীজ সংলগ্ন খালি মাঠে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
এসময় বক্তারা বলেন, রাবেয়া আক্তার রিমা একজন সৎ ও কর্মঠ মানুষ। দিনরাত তিনি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। এমনও সময় গিয়েছে যে মানুষকে তিনি চিনেন না কিন্তু তার সমস্যায় পাশে গিয়ে দাঁড়িয়েছেন। তিনি কখনো অর্থ সম্পদের লোভ করেননি বা ক্ষমতার লোভ করেননি। তিনি শুধু চেয়েছেন কিভাবে মানুষের সেবা করা যায়, এলাকার উন্নয়ণ করা যায়। তাই যদি আগামী নির্বাচনে আমরা তাকে জয়ী করাতে পারি তাহলে তিনি অত্র ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে আরো বেশী উন্নয়নমূলক কাজ করতে পারবেন।
এসময় ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী রাবেয়া আক্তার রিমার বলেন, নির্বাচিত হওয়ার পর গত ৫ বছরে আমি আপনাদের কতটুকু সেবা করতে পেরেছি তা আপনারাই ভালো বলতে পারবেন। যদি আপনারা মনে করেন আমার দ্বারা সামান্যতম উপকার আপনারা পেয়েছেন তাহলে আপানদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করাবেন। যদি আমি নির্বাচিত হই তাহলে ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের উন্নয়নে আরো বেশী কাজ করতে পারবো এবং এলাকার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো। আপনাদের চাকর হিসেবে সবসময় আপনাদের পাশে থেকে সেবা করতে চাই, এটাই আমার চাওয়া।
সামছুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সফিকুল ইসলাম দেলোয়ার, সৈয়দ মাহবুবুর রহমান পারভেজ, গিয়াস উদ্দিন ও ৬নং ওয়ার্ডের সর্বস্তরের জনগন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

