তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

জেলা বারের নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিলেন জামায়াত পন্থী আইনজীবীরা

খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে (২০২৫-২০২৬) জামায়াতে ইসলামী সমর্থিত আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত পূর্ণ প্যানেলের মনোনয়ন পত্র জমা দিয়েছে।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে নির্বাচন কমিশনের কাছে তাদের মনোনয়ন পত্র জমা দেন।
জামায়াতে ইসলামী সমর্থিত আইনজীবীদের ঘোষিত প্যানেলের প্রার্থীরা হলে সভাপতি পদে এড. এ হাফিজ মোল্লা, সিনিয়র সহ-সভাপতি পদে এড. মোঃ জাহাঙ্গীর দেওয়ান, সহ-সভাপতি পদে এড. আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক পদে এড. মোঃ মাঈন উদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এড. আল আমিন, কোষাধ্যক্ষ পদে এড. ইস্রাফিল, আপ্যায়ন সম্পাদক পদে এড. মোঃ নিজাম উদ্দিন, লাইব্রেরি সম্পাদক পদে এড. মোঃ গোলাম সারোয়ার, ক্রীড়া সম্পাদক পদে এড. ইমরান হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এড. মোঃ মজিবুর রহমান, সমাজসেবা সম্পাদক পদে এড. নূরে আলম, আইন ও মানবাধিকার সম্পাদক পদে এড. মাসুদুর রহমান, সদস্য পদে এড. গোলাম মোস্তফা, এড. আফরোজা জাহান, এড. রাকিবুল হাসান, এড. সাইফুল ইসলাম ও এড. তাওফিকুল ইসলাম।
এর আগে ১২ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এড. আব্দুস সামাদ মোল্লা এবং সহ-সভাপতি হয়েছেন এড. শাহাদাত আলী ইমন।

Related Articles

Back to top button