তাজা খবরথানার সংবাদবন্দর থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জের আওতায় জেলা প্রশাসক বন্দর উপজেলার বিভিন্ন প্রকল্পের শুভ উদ্বোধন করেন

খবর নারায়ণগঞ্জ.কম: জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ কর্তৃক গৃহীত গ্রীন এন্ড ক্লিন, নারায়ণগঞ্জ কর্মসূচীর আওতায়  ০২ জুলাই  রোজ বুধবার জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় সবুজ বনায়ন ও বৃক্ষরোপন কার্যক্রম উদ্বোধন করেন। এ সময়ে তিনি লাঙ্গলবন্দ তীর্থস্থানে বৃক্ষরোপন, সোনাকান্দা-কলাগাছিয়া খাল সংস্কার ও খনন কার্যক্রমসহ বন্দর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে অপরাধপ্রবণ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার, বন্দর, নারায়ণগঞ্জ, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রাণি-সম্পদ কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা মধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রীন ও ক্লিন, নারায়ণগঞ্জ কর্মসূচীর আওতায় সোনাকান্দা-কলাগাছিয়া খাল পরিস্কার ও খনন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। উক্ত খালটি শীতলক্ষ্যা নদীর সোনাকান্দা হাট এলাকা হতে কলাগাছিয়া পর্যন্ত প্রায় ৪.৮ কিলোমিটার এলাকা জুড়ে প্রবাহিত হয়ে ধলেশ্বরী নদীতে মিলিত হয়েছে। খালটি স্থানীয় এলাকাবাসীর জলাবদ্ধতা নিরসনে এবং জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গুরুত্বপুর্ণ এ খালটির দুপাড় খনন ও পরিস্কার কার্যক্রম সম্পন্ন হলে এলাকাবাসীর দূর্ভোগ লাগব হবে এবং গ্রীন ও ক্লিন, নারায়ণগঞ্জ কর্মসূচী বাস্তবায়ন সফল হবে।

এছাড়া, জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ কর্তৃক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ প্রতিরোধ করার লক্ষ্যে বন্দর উপজেলার অপরাধ প্রবণ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রথম পর্যায়ে ১০ (দশ)টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মধ্যে বন্দর থানা, মদনপুর ব্রীজ, মদনপুর মোড়, বন্দর বাস স্ট্যান্ড এলাকা অন্যতম। উক্ত সিকিউরিটি ক্যামেরাসমূহের সেন্ট্রাল কন্ট্রোল উপজেলা পরিষদে এবং মনিটরিং সিস্টেম বন্দর থানাতে স্থাপন করা হয়েছে। বাস্তবায়িত কার্যক্রমের মাধ্যমে অপরাধপ্রবণ স্থানসমূহে সংঘটিত চুরি, ডাকাতি, ছিনতাই, মাদকদ্রব্য বিক্রেতা ও সেবনকারীদের তাৎক্ষণিক চিহ্নিত করা যাবে এবং অপরাধ দমনে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহজ হবে। এখানে উল্লেখ্য যে, ২য় পর্যায়ে মোট ১৮ টি সিকিউরিটি ক্যামেরা স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। এ কার্যক্রমের আওতায় পরবর্তীতে নবীগঞ্জ বাস স্ট্যান্ড, মোনারবাড়ি মোড়, তালতলা স্ট্যান্ড, সোনাছড়া রোড ইত্যাদি অপরাধ প্রবণ স্থানে স্থাপন করা হবে।

জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ কর্তৃক সবুজ বনায়ন ও বৃক্ষরোপন কার্যক্রমের সূচনা হিসেবে লাঙ্গলবন্দ পূণ্য স্নান ঘাটে ১০০ (একশ) টি কৃষ্ণচূড়া, ৫০ (পঞ্চাশ)টি রাধাচূড়া গাছ রোপন করেন। লাঙ্গলবন্দ হিন্দু ধর্মাবলম্বীর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পবিত্র স্থান। উক্ত স্থানে প্রতি বছর প্রায় ১০ (দশ) লক্ষ হিন্দু ধর্মাবলম্বী তীর্থযাত্রীর আগমন ঘটে। উক্ত স্থানে সবুজ বনায়ন ও বৃক্ষরোপনের মাধ্যমে সৌন্দর্য্য বর্ধনসহ নদীর পাড় জুড়ে শীতল ছায়ার বেষ্টনী তৈরী হবে, যা আগত তীর্থযাত্রীদের রৌদ্রের হাত থেকে রক্ষা করবে এবং মানসিক প্রশান্তি বৃদ্ধিতে সহায়তা করবে।

এছাড়াও জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ বন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন স্কুলের মধ্যে বই ও বিনামূল্যে চারা বিতরণ করেন। এ অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে শিক্ষার মানোন্নয়ন ও মানবিক শিক্ষার উপর গুরুত্বারোপ করেন। এক্ষেত্রে তিনি শিক্ষক ও পরিবারের ভূমিকার উপর জোর দেন। একইসাথে তিনি পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেন এবং এই লক্ষ্যে জেলা প্রশাসনের “গ্রিন এন্ড ক্লিন” কর্মসূচির অংশ হিসেবে ০১ লক্ষ গাছ লাগানো, পরিচ্ছন্নতা কার্যক্রম ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রম সম্পর্কে উপস্থিত অতিথিদের অবহিত করেন। জেলা প্রশাসক স্থানীয় ব্যক্তিদের সাথে আলোচনাকালে বলেন, “সন্তানদের ফুলের মত লালন করে প্রকৃত মানুষ করে তুলতে হবে। তাহলেই আমরা আমাদের কাঙ্খিত সমাজব্যবস্থা পাবো।

Related Articles

Back to top button