কোন কাজই বোঝা নয় যদি সেটা আন্তরিকতার সাথে করা হয় – ডিসি জাহিদুল ইসলাম

খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞার দায়িত্ব গ্রহনের ৬ মাস পূর্তি উপলক্ষ্যে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমি নারায়ণগঞ্জ জেলায় যোগদান করেছি ৬ মাস হয়ে গেছে। গত ৬ মাসে আমি চেষ্টা করেছি নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যা সমাধান করার। আমি যেখানে আছি এরপর আর মাঠ পর্যায়ে কাজ করার তেমন সুযোগ থাকেনা। অনেক স্থানে আমি কাজ করেছি কিন্তু ২/১টি স্থান এমন যা হৃদয়ে গেথে থাকে।
কাজ করার সময় আমাদের অনেক সমস্যার সম্মুখিন হতে হয় কিন্তু আমরা সেই সকল সমস্যার সমাধান করে সামনের দিকে এগিয়ে চলি। প্রতিটি মানুষের সীমাবদ্ধতা রয়েছে, প্রত্যেকের জবাবদিহিতা রয়েছে। সবাই সব সমস্যার সমাধান করতে পারবেনা। কিছু কাজ আছে যা দীর্ঘ সময়ের। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি নারায়ণগঞ্জকে গ্রিণ এন্ড ক্লিন রাখার এবং সেই লক্ষ্যে ১০ মে থেকে শুরু করে ১০ জুলাইয়ের মধ্যে আমরা এক লক্ষ বৃক্ষরোপন করেছি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই, ব্যাগ, খেলাধুলার সামগ্রী বিতরণ করেছি। শহর পরিষ্কার রাখতে ১২৫ ট্রাক ব্যানার, ফেস্টুন সরানো হয়েছে। চিকিৎসা সেবা বৃদ্ধিতে খানপুর হাসপাতালে ১০টি আইসিইউ বেড, হুইল চেয়ার, ডেঙ্গু পরিক্ষার কিট দিয়েছি এবং ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে এনআইসিইউ স্থাপনের কাজ চলমান রয়েছে। এছাড়াও ঈদগাহ মাঠ, হাজ্বীগঞ্জ দূর্গ সংস্কার কাজ চলমান সহ ২০টি লাইব্রেরীতে ৫৯ ধরনের বই বিতরণ করেছি। কারন মানবিক হতে হলে বইয়ের কোন বিকল্প নেই।
তিনি আরও বলেন, নগরীতে যানজট নিরসনে ৮টি পয়েন্ট নির্ধারন, এলাকা ভিত্তিক রং নির্দিষ্টকরণ, জলাবদ্ধতা নিরসনে খাল খনন, খাল উদ্ধার কাজ চলমান রয়েছে। আমরা যে কাজগুলো করছি সেগুলো নারায়ণগঞ্জ বাসীর জন্য করছি। যাতে করে নারায়ণগঞ্জ বাসী স্বস্তিতে বসবাস করতে পারে। কোন কাজই বোঝা নয় যদি সেটা আন্তরিকতার সাথে করা হয়। নারায়ণগঞ্জের উন্নয়নে আপনাদের সকলের সহযোগীতা, পরামর্শ আমার প্রয়োজন।
এসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও নারায়ণগঞ্জের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

