তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

পুলিশের উপর হামলাকারী আওয়ামী দোসর পলাশ প্রকাশ্যে!

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা: সেলিনা হায়াত আইভীকে সদর মডেল থানা পুলিশ কর্তৃক গ্রেফতার পরবর্তী নিয়ে যাওয়ার সময় পুলিশকে বাধা প্রদান করে পূনরায় ব্যারিকেড দেয়া এবং পুলিশ বাধা দিলে আইভিকে বহনকারি পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে পুলিশ আহত করার মামলার অন্যতম আসামী এনসিসি ১৮নং ওয়ার্ডের আবদুল কুদ্দুস আজাদের ছেলে মো.পলাশকে এখনও গ্রেফতার করতে পারেনি সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় সদর মডেল থানার পরিদর্শক রিপন মৃধা বাদী হয়ে একটি মামলা হলেও সেই মামলা একজন সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। অথচ স্বৈরাচারী হাসিনার অন্যতম দোসর পলাশকে গ্রেফতার না করায় পুলিশকে নিয়ে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সাধারন মানুষের মাঝে।
স্থানীয়রা জানান,১৮নং ওয়ার্ডের শহিদনগরের ২নং গলির বাসিন্দা ওয়ার্ড জাপা সভাপতি আবদুল কুদ্দুসের ছেলে এবং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্নার সকল অপকর্মের মুলহোতা শেখ রাসেল শিশুকিশোর সংগঠনের নেতা পলাশকে এখনও গ্রেফতারে ব্যর্থতার পরিচয় দিচ্ছে থানা পুলিশ। আওয়ামী এ দোসর পলাশ বিগত সময়ে কাউন্সিলর মুন্নার যোগসাজেসে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ ( টিসিবি )র যাবতীয় মুল্যবান মালামালগুলো গ্রাহকের কাছে বিক্রি রা করে অন্যত্র বিভিন্ন দোকানীর কাছে বিক্রি করে প্রচুর টাকা উপার্জন করেছেন। সরকারী কাজে বাধা প্রদান এবং তাদের উপর হামলার দায়ে মামলার ১৬ নং আসামী পলাশ কিভাবে এখনও পর্যন্ত প্রকাশ্যে লোকালয়ে ঘুরে বেড়ায় তা বোধগম্য হচ্ছেনা।
তারা আরও জানান, বিগত সময়ে ঈদুল আযহার সময় ১৮ নং ওয়ার্ডে পশুহাটগুলো এ পলাশ নিয়ন্ত্রন করতো। শহীদনগরের পশুহাটের ইৎারাদার ছিলো এ পলাশ। মহানগর যুবলীগের সাধারন সম্পাদক আলী রেজা উজ্জলের সহযোদ্ধা হিসেবেই ছিলেন পলাশ। পিতা-পুত্র উভয়েই আওয়ামী দোসর হয়ে ওয়ার্ডের সাধারন মানুষের জীবনযাত্রাকে নাভিশ্বস করে তুলেছিলো। মেয়র আইভী ও স্থানীয় কাউন্সিলরের ঘনিষ্ট লোক হওয়ায় পিতা-পুত্রের যাবতীয় অপরাধের কোন প্রতিবাদ করতে সাহস পায়নি কেউ। কিন্তু বর্তমানে অন্তবর্তী সরকারের সময়ে রাষ্ট্রীয়কাজে বাধা প্রদান এবং হামলা করেও বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে এ আওয়ামী দোসর পলাশ।
বিগত সময়ে শেখ রাসেল শিশুকিশোর সংগঠনের ব্যানারে এবং আইভী-মুন্নার সংস্পর্শে এতটাই বেপরোয়াভাবে চলাচল করেছে এ পলাশ তা বলাবাহুল্য। আইভী-মুন্নার বদৌলতে পলাশ এখন কোটি কোটি টাকার মালিক। সেই টাকার প্রভাবেই নাকি তিনি তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার আসামী হতে নাম কাটাতে প্রচুর টাকার মিশন নিয়ে নেমেছেন। লোকমুখে পলাশ বলে বেড়াচ্ছেন যে, যতটাকা লাগুক আমি এ মামলা থেকে অব্যাহতি নেবো। পুলিশের উপর হামলার আসামীর মুখে এমন জোড়ালো কথা শুনে হতবাক স্থানীয়রা। তারা অতিদ্রুত মেয়র ও কাউন্সিলরের সহচর আওয়ামী দোসর পলাশকে গ্রেফতারের দাবী জানান।

Related Articles

Back to top button