জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শ্রীবরদীতে ভিজিএফ’র চাল বিতরণ

রণবীর সরকার, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদী’র ভেলুয়া ইউনিয়ন পরিষদে আসন্ন ইদুল ফিতর উপলক্ষে দুস্থ্য মানুষের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) গড়জরিপা ইউনিয়ন পরিষদের আয়োজনে দুই দিনব্যপী এ চাল বিতরণ করা হয়। ১ হাজার ৬শত ৯৯জন সুবিধাভেগির মাঝে প্রত্যেককে ১০ কেজি করে চাল বিররণ করেন ইউপি চেয়ারম্যান এম এ জলিল। এসময় খাদ্য তদারকি কর্মকর্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা গোলাম হোসেনসহ সকল ইউপিসদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।