তাজা খবরমহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

প্রয়াত সাংবাদিক তোফাজ্জল হোসেন স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম :
দৈনিক ইয়াদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক প্রয়াত মোঃ তোফাজ্জল হোসেন এর স্মরণে কোরআন খতম, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারী) বেলা ১২টায় জেলা শিল্পকলা একাডেমিতে দারুল ইশাবা হোসাইনিয়া খানকা শরীফের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত বিভিন্ন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ মরহুম তোফাজ্জল হোসেনের কর্মময় জীবন নিয়ে বিভিন্ন স্মৃতিচারণ করেন। এসময় সেখানে সবাই আবেগে আপ্লুত হয়ে পড়েন।
হে কলম যোদ্ধা, হে প্রিয় মুখ, অকালে চলে গেলে, আমাদের ছেড়ে যেখানে থাকো ভালো থেকো, এই প্রত্যাশা রইলো আল্লাহর কাছে। বক্তব্য শেষে মরহুম তোফাজ্জল হোসেনের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং উপস্থিত সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মরহুমের বড় ছেলে মনিরুল ইসলাম সবুজের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোঃ রেজা রিপন, জামায়াত ইসলাম কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য ও জেলা আমীর মাইনুদ্দিন আহমেদ, খবর প্রতিদিন পত্রিকার সম্পাদক এস এম ইকবাল রুমী, দৈনিক অগ্রবাণী পত্রিকার সম্পাদক স্বপন চৌধুরী, সিনিয়র সাংবাদিক নু্রুল ইসলাম, শরিফুল ইসলাম সবুজ, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা সহ বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

Related Articles

Back to top button