Friday, December 8, 2023
Homeতাজা খবরশামীম ওসমানের গন‌মি‌ছিলে ফতুল্লা থানা যুবলীগের সভাপতি পদ প্রাথী আজমত আলীর বিশাল...

শামীম ওসমানের গন‌মি‌ছিলে ফতুল্লা থানা যুবলীগের সভাপতি পদ প্রাথী আজমত আলীর বিশাল মি‌ছিল নিয়ে যোগদান

খবর নারায়ণগঞ্জ.কম:
নির্বাচনী তফ‌সিল ঘোষনা‌কে স্বাগত জা‌নি‌য়ে নারায়ণগঞ্জ -৪ আস‌নের সংসদ সদস্য এ‌কেএম শামীম ওসমা‌নের ডা‌কে ক‌য়েক শতা‌ধিক নেকর্মী নি‌য়ে গনমি‌ছি‌লে যোগ‌দেন ফতুল্লা থানা যুবলী‌গের সভাপতি পদ প্রাথী আজমত আলী।
‌সোমবার (২০ নভেম্বর) বিকা‌লে কর্মী‌দের নি‌য়ে পঞ্চব‌র্টির গনমি‌ছি‌লে যোগ‌দেন তি‌নি। এর আ‌গে বাস যো‌গে নেতাকর্মীরা ঝ‌ড়ো হতে থা‌কে প‌রে শামীম ওসমানের সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন ডাক দি‌য়ে‌ছেন শামীম ভাই নৌকা মার্কায় ভোট চাই স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলে নেতাকর্মীরা। এসময় সাম‌নে থে‌কে ফতুল্লা থানা যুবলী‌গের  সভাপতি পদ প্রাথী আলহাজ্ব আজমত আলী নেতৃৃত্বদেন মি‌ছিল‌টি‌কে।
এসময়  তিনি ব‌লেন, আমরা আমা‌দের নেতা‌কে নির্বা‌চিত করার জন্য মা‌ঠে নে‌মে‌ছি। আপনারা খেয়াল রাখ‌বেন অ‌নেক শত্রু আ‌ছে যারা ভিত‌রে ডু‌কে নি‌জে‌দের ম‌ধ্যে বিবাধ সৃ‌ষ্টি করা‌বে। আমরা নৌকা মার্কার সালাম প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার সালাম ঘ‌রে ঘ‌রে পৌ‌ছে দিব।
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments