তাজা খবরথানার সংবাদবন্দর থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

হেরোইনসহ খানমাসুদের ভাই গ্রেফতার

খবর নারায়ণগঞ্জ.কম:

হেরোইনসহ ২ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সংস্থাটির দাবি, গ্রেপ্তারকৃতদের মধ্যে থেকে একজন যুবলীগ নেতা খান মাসুদের ভাই।

বন্দরের লেজারস আবাসিক এলাকা থেকে রোববার (৮ অক্টোবর) বিকালে গোপন সংবাদের মাধ্যমে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বন্দরের উইলসন রোডের খান বাড়ির সামসুদ্দিন খানের ছেলে ও যুবলীগ নেতা খান মাসুদের ভাই পায়েল খান (৪০) এবং কবরস্থান রোডের সামসুদ্দিন মিয়ার ছেলে নুর আলম (৫৫)।

মামলায় পুলিশ উল্লেখ করে, পায়েল খানের প্যান্টের পকেট হতে ২৫ গ্রাম এবং নুর আলমের কাছ থেকে ৫ গ্রামসহ মোট ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ রূহুল আমিন লাইভ নারায়ণগঞ্জকে জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে পায়েল খান বন্দরের যুবলীগ নেতা খান মাসুদের ভাই। পায়েল খান দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে বন্দরের ২৩নং ওয়ার্ড এলাকা সহ আশপাশ এলাকায় বিক্রি করতো। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

৯ অক্টোরব বন্দর থানায় জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

Related Articles

Back to top button