তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নিখোঁজ বৃদ্ধা নিয়তি রাণীর সন্ধান চায় পরিবার

প্রেস বিজ্ঞপ্তি:

নিয়তি রাণী নামের এক বৃদ্ধা হারিয়ে গিয়েছে বিগত ১ সপ্তাহ যাবৎ। তার বয়স-৮০। গায়ের রং- শ্যাম বর্ণ। তিনি দীর্ঘদিন যাবৎ মানসিকভাবে অসুস্থ এবং চিকিৎসাধীন ছিলেন। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধিন ইসদাইর এলাকা থেকে হারিয়ে গিয়েছেন।

পরিবার জানায়, নিয়তি রাণীকে অনেক খুঁজাখুজি করেও পাওয়া যাচ্ছেনা। যদি কোনো স্ব-হৃদয়বান ব্যক্তি এ বৃদ্ধার খোঁজ পেয়ে থাকেন তাহলে মেহেরবানী করে ফতুল্লা ইজদাইর বাজার আহসান বিল্ডিংয়ে পৌঁছে দেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হইল। সন্ধান প্রার্থী রতন চন্দ্র দাস, মোবাইল- ০১৯২০৭৭৭৭৬০ ও ০১৯৯৪০৩৬৬৫৮।

Related Articles

Back to top button